সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাবির শিক্ষক, গুরুতর আহত সহকর্মী
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১০:৪৬ এএম

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাবির শিক্ষক, গুরুতর আহত সহকর্মী

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাবির শিক্ষক, গুরুতর আহত সহকর্মী

রাজশাহীর পবায় সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক অধ্যাপক ড. শিবশঙ্কর রায় নিহত হয়েছেন। আরেক শিক্ষক অধ্যাপক ড. আসাদুজ্জামান গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে পবার নওহাটা এলাকার রাজশাহী-নওগাঁ মহাসড়কের মনসুর জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষক রাবির মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক শিব শংকর রায়। দুর্ঘটনায় আহত হয়েছেন রাবির দর্শন বিভাগের প্রফেসর আসাদুজ্জামান বাদশাহ। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

পবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে। আহত শিক্ষক আসাদুজ্জামান সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পবার থানার ওসি আরও বলেন, শিক্ষকরা মাছ ধরার সরঞ্জামাদি নিয়ে নওগাঁর দিকে যাচ্ছিলেন। আসাদুজ্জামান তার স্কুটি চালাচ্ছিলেন। আর শিব শংকর রায়ের পিঠে মাছ ধরার সরঞ্জামাদি ছিল।
 
তিনি আরও বলেন, সকালের দিকে দুর্ঘটনার ঘটার কারণে কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। সেখানে কোনো সিসিটিভি ক্যামেরাও নেই। এই কারণে দুর্ঘটনা কীভাবে ঘটেছে সেটা এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। তবে স্কুটির পিছনের চাকা ব্লাস্ট অবস্থায় পাওয়া গেছে। সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্তের রিপোর্টের মাধ্যমে দুর্ঘটনার কারণ জানা যাবে।


ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com