এক্সপ্রেসওয়েতে ট্রাক চাপায় নিহত দুই ছাত্রদল নেতা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ১:১০ পিএম

এক্সপ্রেসওয়েতে ট্রাক চাপায় নিহত দুই ছাত্রদল নেতা

এক্সপ্রেসওয়েতে ট্রাক চাপায় নিহত দুই ছাত্রদল নেতা

ঢাকায় মোটরসাইকেল মেরামত করে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় নিহত হয়েছেন মাদারীপুরের শিবচর উপজেলার দুই ছাত্রদল নেতা।  এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন শিবচর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। 
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে রোমানের নিজ বাড়িতে দাফন কার্যক্রম সম্পন্ন হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) রাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ জেলার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন- শিবচর উপজেলার মৃধাকান্দি গ্রামের তোতা মৃধার ছেলে আহমেদ রোমান (৩২) ও পাঁচ্চর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের শামসুল আলমের ছেলে মুজিবুল হক দুর্জয় (৩২)। রোমান শিবচর পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং দুর্জয় পাঁচ্চর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী ছিলেন। তারা দুইজন বন্ধু।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৩ অক্টোবর) সকালে মোটরসাইকেল মেরামত করার উদ্দেশ্য ঢাকা যান রোমান ও দূর্জয়। পরে মেরামত শেষে মোটরসাইকেল চালিয়ে নিজ গ্রামের বাড়ি শিবচর ফিরছিলেন তারা। পথিমধ্যে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের আব্দুল্লাহপুর এলাকায় এলে পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে অপরজনকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে তিনিও মারা যান। খবর পেয়ে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে রাতেই পরিবারের লোকজনের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ। নিহতদের লাশ বাড়িতে পৌঁছালে শোকের মাতম শুরু হয়।

মাদারীপুরের শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ বলেন, নিহত দুইজনই আমার বন্ধু। আহমেদ রোমান শিবচর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং দুর্জয় পাঁচ্চর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী ছিল। রোমানের জানাজা আজ মঙ্গলবার সকাল ১০টায় তার নিজ বাড়ি নলগোড়ার মৃধাকান্দিতে সম্পন্ন হয়েছে এবং মুজিবুল হক দূর্জয়ের জানাজা বাদ জোহর বাহাদুরপুর পীর মঞ্জিলের মাঠে অনুষ্ঠিত হবে।


ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com