মারজুক রাসেল এই দোকানের ‘বান্ধা কাস্টমার’
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() মারজুক রাসেল এই দোকানের ‘বান্ধা কাস্টমার’ তবে ইদানীং নিজের ফেসবুক পেইজে ছোট ছোট ভিডিও প্রকাশ করছেন। যেসব ভিডিওতে উঠে আসছে রম্যের সাথে হিউমার। কদিন আগে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন মারজুক রাসেল। যেখানে দেখা যায় দোকানে মারজুক রাসেলকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। আসলেই কি তাই? বিষয়টি তা নয়, যে বক্তব্য মারজুক প্রদান করবেন তাঁর ভিউজুয়ালাইজেশন সেটা। ক্যাপশনে সংলাপ লেখা- ―❝ভাই, আপনার এই অবস্থা ক্যা?❞ ―❝আমি এই দোকানের 'বান্ধা কাস্টমার'।❞ প্রচলিত কথাকে পর্দায় কেমন দেখায়, সেটাই অভিনয় করে দেখালেন তিনি। কয়েক সেকেন্ডের এই ভিডিওটিতে রিয়েকশন পড়েছে প্রায় চার লাখ। ভিডিওটি শেয়ার করেছেন প্রায় ৮ হাজার। ডেল্টা টাইমস্/আইইউ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |