রাজধানীর মিরপুরে আগুনে পুড়ে ৯ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক:
|
![]() রাজধানীর মিরপুরে আগুনে পুড়ে ৯ জনের মৃত্যু মঙ্গলবার (১৪ অক্টোবর) ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় গার্মেন্টস ও কসমিক ফার্মা নামের কেমিক্যাল গোডাউনে এখন পর্যন্ত আগুনের ঘটনায় নয়জন নিহত হয়েছেন। সদর দপ্তর থেকে একটি সার্চিং টিম পাঠানো হয়েছে ঘটনাস্থলে সার্চ করার জন্য। এই বিষয়ে এই মুহূর্তে আর বিস্তারিত তথ্য আমাদের কাছে নেই। পরে বিস্তারিত তথ্য জানানো হবে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনটিতে বিপুল পরিমাণ দাহ্য কেমিক্যাল মজুত ছিল, যা আগুন দ্রুত ছড়িয়ে পড়ার মূল কারণ হতে পারে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।
এদিকে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট বর্তমানে কাজ করছে। এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে আগুনের সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। ডেল্টা টাইমস্/আইইউ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |