রাশমিকার বাগদানের আংটিতে নজর পড়ল নেটিজেনদের!
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ১১:৩৪ এএম

রাশমিকার বাগদানের আংটিতে নজর পড়ল নেটিজেনদের!

রাশমিকার বাগদানের আংটিতে নজর পড়ল নেটিজেনদের!

দিন কয়েক আগেই শোনা যায়, প্রেমিক অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বাগদান সেরেছেন দক্ষিণী নায়িকা রাশমিকা মান্দানা। এ নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখনই নেটিজেনদের নজর কাড়ল রাশমিকার আঙুলে থাকা একটি আংটি; যা কৌতূহল বাড়িয়েছে ভক্তদের।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি রিল ভিডিও পোস্ট করেন রাশমিকা। সেখানে দেখা যায়, পোষা কুকুরের সঙ্গে খেলছেন তিনি। তবে ভক্তদের নজর ছিল মূলত তার অনামিকার চকচকে আংটির দিকেই। অনেকেই মনে করছেন, এটি তাদের বাগদানের আংটি।

রাশমিকার বাগদানের আংটিতে নজর পড়ল নেটিজেনদের!

রাশমিকার বাগদানের আংটিতে নজর পড়ল নেটিজেনদের!

ভারতীয় সংবাদমাধ্যমে ইতোমধ্যে রাশমিকা ও বিজইয়ের আংটি বদলের খবর প্রকাশ করেছে। এটাও জানিয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ব্যাপক পরিসরে বিয়ে করার পরিকল্পনা চূড়ান্ত হতে পারে তাদের। যদিও দুই তারকার কেউই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেননি।

রাশমিকা ও বিজয়ের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে প্রায় এক বছর ধরে। তারা সব সময়ই নিজেদের ‘শুধু বন্ধু’ বলে উল্লেখ করলেও ভক্তদের উৎসাহ কমেনি একটুও। দক্ষিণী সিনেমায় বিজয় যেমন জনপ্রিয়, তেমনি ‘পুষ্পা’ ও ‘অ্যানিম্যাল’ এর সাফল্যের পর রাশমিকাও এখন ভারতের অন্যতম আলোচিত মুখ।

তবে প্রশ্ন, সত্যিই কি আংটিবদল সেরে ফেলেছেন রাশমিকা-বিজয়, নাকি শুধুই গুঞ্জন? যদিও এটির উত্তর নির্ভর করছে তাদের স্বীকারোক্তির ওপর।


ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com