তাসবিহ গণনা করা কি জরুরি?
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() তাসবিহ গণনা করা কি জরুরি? তাসবিহ বা জিকির গণনার শরিয়ত অবস্থান তাসবিহ বা জিকির গণনা করা ইসলামে একটি জায়েজ ও সুন্নতসম্মত পদ্ধতি, তবে এটি জরুরি নয়। নির্দিষ্ট সংখ্যা পূরণ না করলে বা গণনা না করলেও জিকির কবুল হওয়াতে কোনো সমস্যা নেই। এটি ইসলামি স্কলারদের অভিমত। গণনার পদ্ধতি ও ফজিলত হাদিসে তাসবিহ গণনা করার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে। হজরত ইয়ুসাইরাহ (রা.) বর্ণনা করেন, ‘তোমরা তাকবির, তাকদিস ও তাহলিল ভালোভাবে স্মরণ রাখবে এবং আঙ্গুলে গুণে রাখবে। কেননা আঙ্গুলগুলোকে জিজ্ঞাসা করা হবে এবং সেদিন সেগুলো কথা বলবে।’ (মুসনাদে আহমদ: ২৫৮৪১; আবু দাউদ: ১৫০১) এছাড়াও হজরত আবদুল্লাহ ইবনু আমর (রা.) বলেন, ‘আমি রাসুলুল্লাহ (স.)-কে ডান হাতের আঙ্গুল দিয়ে গুনে গুনে তাসবিহ পাঠ করতে দেখেছি।’ (আবু দাউদ: ১৫০২) আঙ্গুল ছাড়াও তাসবিহদানা, পাথরকুচি বা খেজুরদানা দিয়ে গণনা করাও জায়েজ। আল্লামা ইবনে তাইমিয়া (রহ.) বলেন, ‘অঙ্গুলি দ্বারা তাসবিহ গণনা করা সুন্নত। তবে খেজুরদানা বা পাথর টুকরো দিয়ে গণনা করাও জায়েজ।’ (মাজমুউল ফতোয়া: ২২/৫০৬) গণনা না করলেও সমস্যা নেই তাসবিহ গণনা না করলেও জিকিরের সওয়াব থেকে বঞ্চিত হবেন না। জিকিরের মূল উদ্দেশ্য হলো আল্লাহর স্মরণ ও তাঁর নৈকট্য অর্জন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রেখো, আল্লাহর জিকির দ্বারাই অন্তরগুলো প্রশান্ত হয়।’ (সুরা রাদ: ২৮) একজন সাহাবি রাসুলুল্লাহ (স.)-কে বললেন, ‘ইয়া রাসুলুল্লাহ! ইসলামের বিধি-বিধান আমার জন্য অনেক বেশি হয়ে গেছে। আমাকে এমন কিছু বলুন, যা আমি সহজে পালন করতে পারি।’ রাসুল (স.) বলেন, ‘তোমার জিহ্বা যেন আল্লাহর জিকিরে সর্বদা আর্দ্র থাকে।’ (সুনানে তিরমিজি: ৩৩৭৫) রাসুল (স.) হাদিসে কুদসিতে বলেন, ‘আল্লাহ তাআলা বলেন, বান্দা যতক্ষণ আমাকে স্মরণ করতে থাকে এবং আমার জিকিরের কারণে তার ঠোঁট নড়তে থাকে, ততক্ষণ আমি তার সঙ্গে থাকি (অর্থাৎ আল্লাহর রহমত তার সঙ্গে থাকে)।’ (মুসনাদে আহমদ: ১০৯৬৮) সুন্দর সমন্বয় তাসবিহ গণনা করা সুন্নত ও ফজিলতপূর্ণ; বিশেষ করে আঙ্গুল দিয়ে গণনা করায় কেয়ামতের দিন সাক্ষ্য দেওয়ার মর্যাদা রয়েছে। তবে জিকিরের আসল উদ্দেশ্য হলো আল্লাহর স্মরণ, হৃদয়ের প্রশান্তি ও আধ্যাত্মিক উন্নতি। তাই সংখ্যা গণনার চেয়ে একাগ্রতা, মনোযোগ ও খুশু-খুজুর সঙ্গে জিকির করাই অধিক গুরুত্বপূর্ণ। শেষ কথা, ইসলামে তাসবিহ গণনা করা একটি প্রশংসনীয় ও সুন্নত পদ্ধতি, তবে এটি বাধ্যতামূলক নয়। আঙ্গুলে বা তাসবিহদানায় গোনা—দুটিই জায়েজ। কিন্তু জিকিরের প্রকৃত আত্মা হলো আল্লাহর প্রতি ভালোবাসা, একাগ্রতা ও স্মরণে হৃদয়ের প্রশান্তি অর্জন। অতএব, সংখ্যার চেয়ে আল্লাহর স্মরণে মনোযোগী হওয়াই শ্রেষ্ঠ পদ্ধতি। ডেল্টা টাইমস্/আইইউ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |