ফিফার ৩০ কোটি টাকার ফান্ড নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৬:৪৭ পিএম

ফিফার ৩০ কোটি টাকার ফান্ড নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

ফিফার ৩০ কোটি টাকার ফান্ড নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ফিফার ডেভেলপমেন্ট প্রজেক্ট ‘ফরোয়ার্ড প্রোগ্রাম’-এর আওতায় একটি আধুনিক টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য প্রায় ৩০ কোটি টাকা পেতে যাচ্ছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শুরু না হলে সেই অর্থ ফেরত যেতে পারে ফিফার কাছে।

ফিফার নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যেই প্রকল্পের নির্মাণকাজ শুরু করতে হবে। তবে বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, জমি সংক্রান্ত কিছু জটিলতার কারণে এখনও কাজ শুরু হয়নি। বর্তমানে প্রকল্পটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) কমলাপুরে ফিফা অর্থায়নে নির্মিত কৃত্রিম ঘাসের মাঠ উদ্বোধন করতে এসে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, ফান্ড ফেরত যাওয়ার কোনো আশঙ্কা নেই। তিনি বলেন, ‘এটা এখন ভূমি মন্ত্রণালয়ের প্রসেসিংয়ে আছে। আশা করি, ফান্ড আমাদের এখান থেকে যাওয়ার মতো অবস্থা হবে না। এর মধ্যেই আমরা বাফুফে ও ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বিষয়টি নিশ্চিত করতে পারবো।’

প্রায় তিন বছর আগে বাফুফে ‘সেন্টার ফর এক্সিলেন্স’ নির্মাণের পরিকল্পনা নেয়। শুরুতে কক্সবাজারের রামুর খুনিয়াপালং এলাকায় ২০ একর জমি বরাদ্দ পাওয়া গেলেও পরিবেশগত প্রতিবন্ধকতার কারণে পরে বিকল্প জমি খোঁজা হয়। বর্তমানে রামুর রশিদনগর ইউনিয়নের ধলিরছড়ায় ১৫ একর জমিতে এই প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া চলছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের ফুটবলের অবকাঠামো উন্নয়নে বড় ধাপ এগিয়ে যাবে বাফুফে। এই টেকনিক্যাল সেন্টারে থাকবে একটি ঘাসের মাঠ, একটি কৃত্রিম টার্ফ, আধুনিক জিমনেশিয়াম, সুইমিং পুল এবং ফুটবলারদের জন্য আবাসিক ও একাডেমিক ভবনের ব্যবস্থা। ৫৩ বছরেও নিজস্ব মাঠ না পাওয়া বাফুফের জন্য এটি হতে পারে একটি যুগান্তকারী পরিবর্তনের সূচনা।


ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com