ট্রেনের টিকিট কালোবাজারি রোধে অভিযান, সাত দিনে আদায় ১৭ লাখ
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৭:৩৩ পিএম

ট্রেনের টিকিট কালোবাজারি রোধে অভিযান, সাত দিনে আদায় ১৭ লাখ

ট্রেনের টিকিট কালোবাজারি রোধে অভিযান, সাত দিনে আদায় ১৭ লাখ

‘টিকিট যার ভ্রমণ তার’ নীতি বাস্তবায়ন এবং টিকিট কালোবাজারি রোধকল্পে ২৩টি টাস্কফোর্স গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের ঘোষণা অনুযায়ী এসব টাস্কফোর্স ৬ অক্টোবর থেকে বিভিন্ন রুটে অভিযান চালিয়ে ১২ অক্টোবর (রোববার) পর্যন্ত কার্যক্রম পরিচালনা করেছে এবং ওই সাত দিনের মধ্যে মোট ১৭ লাখ ২৬ হাজার টাকা আদায় করেছে।

অভিযানকালে বিনা টিকিটে ভ্রমণকারী হিসেবে মোট ৬,২৭৮ জন এবং অন্যের আইডি ব্যবহার করে ক্রয়কৃত টিকিটে ভ্রমণকারী হিসেবে ১,৮৫৩ জন যাত্রী শনাক্ত করা হয়েছে। টাস্কফোর্স সাধারণ টিকিট চেকিংয়ের পাশাপাশি যাত্রীর মুদ্রিত নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বর এবং প্রদর্শিত পরিচয়পত্র যাচাই করে চেকিং কার্যক্রম পরিচালনা করেছে।

পূর্বাঞ্চলীয় কার্যক্রমে বিনা টিকিটধারী ৩,২৫৭ জন ও অন্যের আইডি ব্যবহারকারি ৯৮৬ জন যাত্রী শনাক্ত করা হয়। তাদের কাছ থেকে নিয়মিত ভাড়া বাবদ ৪,৭১,৬৫০ টাকা এবং জরিমানা বাবদ ২,০৬,৪১৫ টাকা সংগ্রহ করে মোট ৬,৭৮,০৬৫ টাকা আদায় করা হয়।

পশ্চিমাঞ্চলে বিনা টিকিটে ভ্রমণকারী ৩,০২১ জন ও অন্যের আইডি ব্যবহার করে টিকিটে ভ্রমণকারী ৮৬৭ জন শনাক্ত করা হয়। সেখানে থেকে নিয়মিত ভাড়া বাবদ ৭,৫৪,০০০ টাকা ও জরিমানা বাবদ ২,৯০,৮৭১ টাকা নিয়ে মোট ১০,৪৮,৩০৭ টাকা আদায় করা হয়েছে।

টাস্কফোর্সের তদন্তে টিকিট কালোবাজারির সাথে জড়িত সন্দেহে ৫৩টি মোবাইল নম্বর ব্লকের সুপারিশ করা হয়েছে। রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলের জন্য যথাক্রমে ১৩টি ও ১০টি টাস্কফোর্স কার্যক্রমে নিয়োজিত রয়েছে।

রেলওয়ে জানায়, নিয়মিত টিকিট চেকিংয়ের অতিরিক্ত এই টাস্কফোর্স অভিযান অব্যাহত থাকবে। দায়িত্ব পালনকালে টাস্কফোর্স সদস্যরা যাত্রীদের টিকিট ও পরিচয়পত্র যাচাইসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবেন এবং টিকিটবিহীন যাত্রী শনাক্ত হলে কিংবা একজনের টিকিটে অন্য কেউ ভ্রমণ করতে চাইলে আইন অনুযায়ী জেল-জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।



ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com