এইচএসসিতে ভালো ফলাফল করেছেন মারুফ-বর্ষণরা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১:৩৭ পিএম

এইচএসসিতে ভালো ফলাফল করেছেন মারুফ-বর্ষণরা

এইচএসসিতে ভালো ফলাফল করেছেন মারুফ-বর্ষণরা

১১টি শিক্ষা বোর্ডের অধীনে আজ (বৃহস্পতিবার) উচ্চ মাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) ফলাফল প্রকাশিত হয়েছে। বাংলাদেশের তরুণ ক্রীড়াবিদদের অনেকেই বিভিন্ন বোর্ড থেকে অংশ নিয়েছিলেন এই পরীক্ষায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদীয়মান খেলোয়াড় তালিকার বেশ কয়েকজন ভালো ফলাফল করেছেন।

এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ক্রিকেটারদের মধ্য থেকে ভালো ফলাফল করেছেন যুব এশিয়াকাপ জয়ী কয়েকজন ক্রিকেটার। এর মধ্যে পেসার মারুফ মৃধা ৪.২৫ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছেন। লেগ স্পিনার ওয়াসী সিদ্দিকি পেয়েছেন জিপিএ-৪। 

এ ছাড়া আরেক প্রতিভাবান পেসার রোহানতদৌলা বর্ষণও ভালো ফলাফল নিয়ে উত্তীর্ণ হয়েছেন বলে জানা গেছে। তবে তিনি নির্দিষ্ট করে নিজের রেজাল্ট সম্পর্কে জানাননি তিনি। এইচএসসিতে পাস করা তিন জন তরুণ ক্রিকেটারই বিসিবির রাডারে রয়েছেন। ওয়াসি-মারুফ এইচপির সঙ্গে যুক্ত রয়েছেন। এ ছাড়া বর্ষণ ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার লড়াইয়ে রয়েছেন।

এদিকে, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে এবার এইচএসসিতে অংশ নিয়ে নারী দলের পেসার মারুফা আক্তার ভূগোল বিষয়ে অনুত্তীর্ণ হয়েছেন। সবমিলিয়ে ওই প্রতিষ্ঠান থেকে ১৫৯ জন অংশ নিয়ে পাস করেছেন ১৪৭ জন। আঞ্চলিক বিকেএসপিতে মাধ্যমিক পর্যায় থাকলেও উচ্চ মাধ্যমিক শুধু সাভার বিকেএসপিতেই। ২০২৫ সালে বিকেএসপিতে পাসের হার ৯২.৪৫। জিপিএ-৫ পেয়েছেন ৬ জন।


ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com