পাকিস্তানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারালো দক্ষিণ আফ্রিকা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ২:০৫ পিএম

পাকিস্তানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারালো দক্ষিণ আফ্রিকা

পাকিস্তানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারালো দক্ষিণ আফ্রিকা

ম্যাচটা ১০ উইকেটের ব্যবধানেই জিততে পারতো দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য লক্ষ্য ছিল মাত্র ৬৮ রান। বিনা উইকেটে ৬৪ রান নিয়ে ফেলেছি প্রোটিয়ারা। আর প্রয়োজন ছিল মাত্র ৪ রান। এরই মধ্যে পাকিস্তানি স্পিনার নোমান আলির হঠাৎ ঘূর্ণিঝড়। তাতেই দ্রুত দুটি উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা।

রাওয়ালপিন্ডিতে শেষ পর্যন্ত প্রথম থেকে ব্যাট করা রায়ান রিকেলটন আরেক স্পিনার সাজিদ খানকে ছক্কা মেরেই দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন। দেড় দিন বাকি থাকতেই সিরিজের দ্বিতীয় টেস্ট জয় করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ২ ম্যাচের টেস্ট সিরিজ শেষ পর্যন্ত ১-১ ব্যবধানে ড্রই হলো।

দ্বিতীয় ইনিংসেই পুরোপুরি ব্যাকফুটে চলে যায় পাকিস্তান। যেখান থেকে তারা বেরই হতে পারেনি এবং পরাজয়ের মধ্য দিয়ে একটা পরিণতি লাভ করে এই টেস্ট। প্রোটিয়া বোলারদের তোপের মুখে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩৮ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। যার ফলে দ্বিতীয় ইনিংসে তাদের লিড দাঁড়ায় মাত্র ৬৭ রানের।

দক্ষিণ আফ্রিকান ডান হাতি অফব্রেক বোলার সিমোন হারমার একাই নিলেন ৬ উইকেট। প্রথম ইনিংসে ৭ উইকেট নেয়া কেশভ মাহারাজ এই ইনিংসে নিলেন ২টি উইকেট। কাগিসো রাবাদা নেন ১ উইকেট।

তৃতীয় দিন শেষ বিকেলে ৪৯ রানে অপরাজিত থেকে বাবর আজম স্বপ্ন দেখিয়েছিলেন পাকিস্তানিদের; কিন্তু চতুর্থ দিন সকালে এসে সবার আগে আউট হন তিনি। আগেরদিনের সঙ্গে মাত্র ১ রান যোগ করে বাবর আজম আউট হয়ে যান ৫০ রান করে। অন্য কোনো ব্যাটার দাঁড়াতেই পারেননি প্রোটিয়া বোলারদের সামনে।

সালমান আলি আগা করেছিলেন ২৮ রান। এছাড়া মোহাম্মদ রিজওয়ান করেন ১৮ রান। ১৩ রান করেন সাজিদ খান। কোনো রান না করে আউট হন নোমান আলি, শাহিন আফ্রিদি ও শান মাসুদ। কোনো রান না করে উইকেটে থেকে যান আসিফ আফ্রিদি।

তৃতীয় দিন শেষ বিকেলে ৪ উইকেট হারিয়েছিল। দিন শেষ করেছিল ৯৪ রানে। চতুর্থ দিন বাকি ৬ উইকেটে ৪৪ রান করে অলআউট হয়ে যায় পাকিস্তান।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে রায়ান রিকেলটন এবং এইডেন মারক্রাম মিলে গড়ে তোলেন ৬৪ রানের জুটি। ৪২ রান করে আউট হন মারক্রাম। ২৫ রানে অপরাজিত থাকেন রায়ান রিকেলটন। শূন্য রানে আউট হন ট্রিস্টান স্টাবস।

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসেই জয়ের মূল কাজটি করে নিয়েছিল। শেষ দিকে সেনুরান মুথুসামি এবং কাগিসো রাবাদার দুর্দান্ত ব্যাটিংয়ে ৪০৪ রান করে অলআউট হয় প্রোটিয়ারা। মুথুসামি অপরাজিত থাকেন ৮৯ রানে। ৬১ বলে ৭১ রান করেন কাগিসো রাবাদা। ৭১ রানের লিড পেয়ে যায় দক্ষিণ আফ্রিকা। এই লিডই এগিয়ে রাখে তাদের। যা শেষ পর্যন্ত জয়ই এনে দিলো।

দুই উইনিংসে ৯ উইকেট (৭+২) নিয়ে ম্যাচ সেরা হলেন কেশভ মাহারাজ। ১০৬ রান করে এবং ১১ উইকেট নিয়ে সিরিজ সেরা ক্রিকেটার হলেন সেনুরান মুথুসামি।


ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com