টি-টোয়েন্টি দলে ফিরলেন অধিনায়ক লিটন
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৬:৩২ পিএম

টি-টোয়েন্টি দলে ফিরলেন অধিনায়ক লিটন

টি-টোয়েন্টি দলে ফিরলেন অধিনায়ক লিটন

চোটের কারণে সেই এশিয়া কাপ থেকে দলের বাইরে ছিলেন লিটন  দাস। তবে তিনি এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ফিরে এসেছেন।

লিটন দাস গত এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনের সময় চোট পেয়েছিলেন। পাঁজরে পাওয়া চোটকে তখন হালকা মনে হলেও আদতে তা ছিল না। সে কারণে এশিয়া কাপে নিজেদের শেষ ২ ম্যাচে তাকে পায়নি বাংলাদেশ। ভারত ও পাকিস্তানের বিপক্ষে অধিনায়ক ছিলেন জাকের আলী অনিক।

এরপর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও তাকে পায়নি বাংলাদেশ। জাকেরের অধিনায়কত্বে অবশ্য সে সিরিজটাও ৩-০ ব্যবধানে জিতেছিল দল। 

অবশেষে লিটন সে চোট কাটিয়ে ফিরেছেন। গতকাল তিনি ফিরেছেন অনুশীলনে। আজ বৃহস্পতিবার (২৩অেক্টোবর) তিনি চলে গেছেন চট্টগ্রামে। 

তবে তাকে জায়গা করে দিতে স্কোয়াড থেকে বাদ পড়েছেন সাইফউদ্দীন। তিনি আফগানিস্তান সিরিজে কোনো ম্যাচ খেলতে পারেননি। সৌম্য সরকার স্কোয়াডে ছিলেন বটে, কিন্তু ভিসা জটিলতায় তিনি দলের সঙ্গেই যোগ দিতে পারেননি। তাকেও এবারের টি-টোয়েন্টি দলে রাখা হয়নি।

বাংলাদেশ স্কোয়াড–
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।


ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com