শাহজালালে ভয়াবহ আগুনে পুড়ছে কার্গো ভিলেজ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৮:৪১ পিএম আপডেট: ১৮.১০.২০২৫ ৮:৪৯ পিএম

শাহজালালে ভয়াবহ আগুনে পুড়ছে কার্গো ভিলেজ

শাহজালালে ভয়াবহ আগুনে পুড়ছে কার্গো ভিলেজ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি পণ্য রাখা কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লেগেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শুরু হওয়া আগুন পাঁচ ঘণ্টা পার হলেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফলে দেশের প্রধান বিমানবন্দরে সব ধরনের বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ রয়েছে, অনেক ফ্লাইট অন্য বিমানবন্দরে চলে গেছে।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।  ‘রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট’ ব্যবহার করা হচ্ছে। যা মানুষের সাহায্য ছাড়া আগুনের শিখায় পানি দিতে সক্ষম।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, বাংলাদেশ বিমানবাহিনী, নৌবাহিনী ও সেনাবাহিনীর ফায়ার ইউনিট কার্গো সেকশনে আগুন নেভাতে কাজ করছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীও উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশগ্রহণ করছে। বিমানবন্দরে দায়িত্বে থাকা আনুমানিক এক হাজার আনসার সদস্য ঘটনাস্থলে নিয়োজিত, যাদের মধ্যে ২৫ জন আহত হয়েছেন এবং তাদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজিবি এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে সহায়তা করছেন। আগুনের ধোঁয়া বিমানবন্দরসহ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে, যা পাঁচ থেকে ছয় কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছে।

এখন পর্যন্ত নয়টি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে চট্টগ্রাম ও সিলেটে অবতরণ করেছে। আগুন লাগার কারণে কার্গো ভিলেজের যেসব অংশে পণ্য মজুত ছিল, সেইসব পণ্যের ক্ষয়ক্ষতি ও আগুনের সঠিক কারণ এখনো জানা যায়নি।


ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com