শাহজালালে ভয়াবহ আগুনে পুড়ছে কার্গো ভিলেজ
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() শাহজালালে ভয়াবহ আগুনে পুড়ছে কার্গো ভিলেজ আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ‘রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট’ ব্যবহার করা হচ্ছে। যা মানুষের সাহায্য ছাড়া আগুনের শিখায় পানি দিতে সক্ষম। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, বাংলাদেশ বিমানবাহিনী, নৌবাহিনী ও সেনাবাহিনীর ফায়ার ইউনিট কার্গো সেকশনে আগুন নেভাতে কাজ করছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীও উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশগ্রহণ করছে। বিমানবন্দরে দায়িত্বে থাকা আনুমানিক এক হাজার আনসার সদস্য ঘটনাস্থলে নিয়োজিত, যাদের মধ্যে ২৫ জন আহত হয়েছেন এবং তাদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিজিবি এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে সহায়তা করছেন। আগুনের ধোঁয়া বিমানবন্দরসহ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে, যা পাঁচ থেকে ছয় কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছে। এখন পর্যন্ত নয়টি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে চট্টগ্রাম ও সিলেটে অবতরণ করেছে। আগুন লাগার কারণে কার্গো ভিলেজের যেসব অংশে পণ্য মজুত ছিল, সেইসব পণ্যের ক্ষয়ক্ষতি ও আগুনের সঠিক কারণ এখনো জানা যায়নি। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |