স্পন্দনবি মেধাবৃত্তি-২০২৫-এর সফল সমাপ্তি
দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৮:৩৪ পিএম

স্পন্দনবি মেধাবৃত্তি-২০২৫-এর সফল সমাপ্তি

স্পন্দনবি মেধাবৃত্তি-২০২৫-এর সফল সমাপ্তি

প্রবাসী বাংলাদেশি পরিচালিত "স্পন্দনবি" (SpaandanB) সংস্থা গ্রামীণ এলাকার মেধাবী শিক্ষার্থীদের বিকাশে ২০০৩ সাল থেকে বিশেষ কার্যক্রম “রুরাল ট্যালেন্ট এডভান্সমেন্ট প্রোগ্রাম” বাস্তবায়ন করছে। এর ধারাবাহিকতায় সংস্থার উদ্যোগে স্পন্দনবি মেধাবৃত্তি-২০২৫ অনুষ্ঠিত হয় শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় সৈয়দ আব্দুল জব্বার সরকারি উচ্চ বিদ্যালয়ে, দেলদুয়ারে।

উপজেলার ২৬টি মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রতি ক্লাসের ৫ জন এবং প্রতি বিদ্যালয় থেকে ২৫ জন করে মোট ৬৫০ জন শিক্ষার্থী মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের মধ্যে উদ্দীপনা ও উৎসাহ চোখে পড়ার মতো ছিল। দুই যুগের বেশি সময় ধরে চলমান এই কার্যক্রমে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আগ্রহ দিন দিন বেড়েছে।

স্পন্দনবি বিশেষ পদ্ধতির মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করে থাকে, যার ফলে সকলের মধ্যে সংস্থার প্রতি আস্থা ও বিশ্বাস দৃঢ় হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা এই উদ্যোগকে নিজেদের সৌভাগ্য মনে করেন এবং ধারাবাহিকভাবে এর প্রসার কামনা করেন।

উপস্থিত ছিলেন, মো. মোস্তাফিজুর রহমান (ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ও পরীক্ষা নিয়ন্ত্রক), মো. মাহমুদুল হাসান (প্রোগ্রাম ম্যানেজার), মো. রাজিবুল ইসলাম (সিনিয়র প্রোগ্রাম অফিসার), মো. সাজেদুল ইসলাম (প্রোগ্রাম অফিসার), আব্দুল জাব্বার (প্রোগ্রাম মনিটর)। স্থানীয় সমন্বয়ক হিসেবে দায়িত্বে ছিলেন মো. রাশেদ সরকার (কোর্স ইনস্ট্রাক্টর, স্পন্দনবি ইন্সটিটিউট)।

পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে ১২:৩০টায় শেষ হয়। শিক্ষার্থীদের IQ যাচাই করতে মোট ৬০টি প্রশ্ন দেওয়া হয়, যেগুলো অংক, বাংলা, ইংরেজি, বিজ্ঞান ও সাধারণ জ্ঞানভিত্তিক। অংশগ্রহণকারীর মধ্যে পরীক্ষায় সর্বোচ্চ স্কোরধারী ৫০ শিক্ষার্থীকে এককালীন মেধাবৃত্তি প্রদান করা হবে। এছাড়া বিদ্যালয় পর্যায়ে প্রতি শ্রেণীর ২ জন এবং প্রতিটি বিদ্যালয় থেকে ১০ জনকে সাধারণ গ্রেডে মোট ২৬০ জনকে বৃত্তি দেওয়া হবে।

উপজেলার প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট সবাই পরীক্ষার আয়োজন সহজ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেছেন।

সংস্থার পক্ষ থেকে সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সহায়তাকারী স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।



ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com