বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৫:৫৯ পিএম আপডেট: ১৯.১০.২০২৫ ৬:৩৩ পিএম

বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি

বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি

সাম্প্রতিক সময়ে দেশের ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনির নেতৃত্বে ৭ সদস্যের কোর কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির জরুরি বৈঠক শেষে তিনি এ কথা জানান।
 
উপদেষ্টা জানান, এই কমিটি পরবর্তীতে ১২-১৪ জনে উন্নীত হতে পারে। কমিটি আগামী ৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দেবে।

আগুন লাগার ঘটনায় নাশকতা আছে কিনা কিংবা আগুন আরও দ্রুত নির্বাপন করা যেতো কিনা তা তদন্তের পর জানা যাবে বলে জানান তিনি। 

আগুন নির্বাপনে সরকারি সক্ষমতা ও প্রতিষ্ঠানের দায়ও তদন্ত করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, আগুন লাগার মতো ঘটনাগুলোতে প্রযুক্তিগত সক্ষমতা ও অক্ষমতা নিয়ে আলোচনা হয়েছে। সীমাবদ্ধতা কিনা তদন্ত করে জানা যাবে। 

তিনি বলেন, আগুন লাগার ঘটনা তদন্তের ক্ষেত্রে সরকারের কারিগরি ঘাটতি আছে। সিভিল এভিয়েশনের ফায়ার সেফটি ছিল, কিন্তু নির্বাপন করার সক্ষমতা ছিল না।
 
উল্লেখ্য, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে শনিবার ‍দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৭ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের কারণে বন্ধ হয়ে যায় বিমান ওঠানাম। পরে রাত ৯টার দিকে বিমান চলাচল আবারও শুরু হয়।  প্রায় ২৭ ঘণ্টা পর রোববার সন্ধ্যায় আগুন পুরোপুরি নির্বাপন করার কথা জানায় ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের ঘটনায় শত শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
 
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানায় আগুন লাগে। টানা ১৭ ঘণ্টা জ্বলার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এছাড়া বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের ঘাটাইলে একটি সূতার মিলে আগুনে কোটি টাকার ক্ষতি হয়েছে।
 
তারও আগে গত ১৪ অক্টোবর মিরপুরের রূপনগরে একটি কেমিক্যাল গোডাউন এবং পোশাক কারখানায় আগুন লাগে। মিরপুরের ওই অগ্নিকাণ্ডে ১৬ জন প্রাণ হারায়।


ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com