শাপলা না দিলে ইসি পালানোর জায়গা পাবে না: সরোয়ার তুষার
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৬:১৫ পিএম

শাপলা না দিলে ইসি পালানোর জায়গা পাবে না: সরোয়ার তুষার

শাপলা না দিলে ইসি পালানোর জায়গা পাবে না: সরোয়ার তুষার

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক না দিলে ইলেকশন কমিশন বাংলাদেশ থেকে পালানোর জায়গা পাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার।

রবিবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির অবস্থান ধর্মঘটে সংহতি জানিয়ে তিনি এ মন্তব্য করেন। 

সরোয়ার তুষার বলেন, ‘আমরা যে প্রতীক চাইছি, সেই প্রতীক তারা (ইলেকশন কমিশন) আমাদের দেবে না। কিন্তু তারা নাকি আমাদের ওপর একটি প্রতীক চাপিয়ে দেবে। এ ধরনের নজিরবিহীন এবং ন্যক্কারজনক কথা যেই কমিশন বলতে পারে, আমরা মনে করি, এ কমিশনের পক্ষে কোনো সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয়।’

তিনি বলেন, ‘এ নির্বাচন কমিশনকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, যদি বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন চান, তাহলে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে এ ধরনের অন্যায় আচরণ বন্ধ করুন। আপনারা যে আচরণ করছেন, তা থেকে মনে হচ্ছে, আগামীতে যে সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে, তার পথে সবচেয়ে বড় বাধা এ নির্বাচন কমিশন। তারা চায় না দেশে সুষ্ঠু নির্বাচন হোক। জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে আসুক। কারণ বাংলাদেশের মানুষ এই জাতীয় নাগরিক পার্টিকে বুকের মধ্যে আগলে রেখেছে। এ জন্য নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দল এবং অদৃশ্য শক্তির পরামর্শ অনুযায়ী তাদের দ্বারা আশ্বস্ত হয়ে জাতীয় নাগরিক পার্টিকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। এ বিচার আপনাদের কাছে তুলে দিলাম।’

তিনি আরো বলেন, ‘জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা সব সময় শিক্ষকদের যেকোনো ন্যায্য দাবির পক্ষে ছিলাম এবং আছি। শহীদ মিনারে যখন শিক্ষকরা এসেছিলেন অনশনে, তাদের ওপর পুলিশ যেভাবে হামলা চালিয়েছে, আমরা তখনও তাদের পাশে ছিলাম এবং আজও আছি। এখানে এসে আপনাদের দাবি আদায় করতে হচ্ছে এর চেয়ে দুঃখজনক আর কোনো ব্যাপার আমাদের সামনে নেই।’

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের যে দাবি তা ন্যায্য, এটিতে এ সরকারের অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত। কারণ এ সরকার আমাদের সবার সমর্থনে গঠিত হয়েছে এবং এ সরকারে আমরা যাদের বসিয়েছি তারা আপনার দাবির প্রতি মনোযোগী হওয়া উচিত। এটা অত্যন্ত দুঃখজনক যে আমরা দেখতে পেয়েছি, শিক্ষা উপদেষ্টা, শিক্ষাসচিবসহ শিক্ষা মন্ত্রণালয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, তারা আমাদের আপামর শিক্ষক সমাজের প্রতি যথেষ্ট যত্ন এবং যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করেন না। তাদের উচিত ছিল, শিক্ষকরা আন্দোলনে আসার আগে বাংলাদেশে কোন কোন শিক্ষক সমাজের কী ধরনের সমস্যা আছে তা নিয়ে শিক্ষক সমাজের নেতৃবৃন্দদের ডেকে বলা যে, ‘আপনাদের জন্য আমরা কি করতে পারি’। কিন্তু আজকে আপনাদের এখানে আসতে হচ্ছে, অনশনে বসতে হচ্ছে এবং আপনারা যেটা ন্যায্য দাবি করেছেন, সে দাবি নিয়ে দিন-রাত এখানে বসে থেকে সরকারের কাছে বলতে হচ্ছে যে, আমাদের দাবি পূরণ করে দিন।’


ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com