বিমানবন্দর অগ্নিকাণ্ডের পর ২৪ ঘণ্টা কার্যক্রমে ঢাকা কাস্টমস হাউস
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() বিমানবন্দর অগ্নিকাণ্ডের পর ২৪ ঘণ্টা কার্যক্রমে ঢাকা কাস্টমস হাউস ঢাকা কাস্টমস হাউসের কমিশনারের নির্দেশে জয়েন্ট কমিশনার সুমন দাশ স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট ইউনিটগুলোতে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ডেপুটি কমিশনার পর্যায়ের কর্মকর্তারা প্রভাতী, দিবা ও নৈশ—এই তিন শিফটে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে প্রয়োজনীয় সংখ্যক রাজস্ব কর্মকর্তা, সহকারী রাজস্ব কর্মকর্তা, সাব-ইন্সপেক্টর ও সিপাই নিয়োজিত রেখে কাস্টমস কার্যক্রম নির্বিঘ্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কাস্টমস কর্মকর্তাদের মতে, এই উদ্যোগের ফলে দুর্যোগ-পরবর্তী সময়ে আমদানি-রফতানি কার্যক্রমে কোনও স্থবিরতা সৃষ্টি হবে না। ব্যবসায়ীরা দ্রুত পণ্য খালাস করতে পারবেন, যা বাণিজ্যের গতি ও রাজস্ব আদায়ে ইতিবাচক প্রভাব ফেলবে। কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টা কার্যক্রম চালুর ফলে বিমানবন্দর এলাকায় পণ্য খালাস, পরীক্ষা ও ছাড়পত্র প্রদানের প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে। এতে আমদানিকারক, রফতানিকারক এবং সিঅ্যান্ডএফ এজেন্টদেরও বাড়তি সুবিধা মিলবে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। ঢাকা কাস্টমস হাউস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি খায়রুল আলম ভূঁইয়া মিঠু বলেন, “কাস্টমস হাউসের এই দ্রুত উদ্যোগ বাণিজ্য স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা এই সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানাই।” ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |