সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিরা
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিরা বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক শুরু হয়। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- বৈঠকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া উপস্থিত আছেন। জানা গেছে, বৈঠকে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার বিষয়ে তাদের অবস্থান তুলে ধরবে। একইসঙ্গে নির্বাচনী আসন পুনর্বিন্যাসসহ আসন্ন জাতীয় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলেও জানা গেছে । এর আগে, ২১ অক্টোবর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ধারাবাহিক রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |