জার্মান রাষ্ট্রদূত
বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচন
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৫:৩০ পিএম

বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচন

বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচন

বাংলাদেশ আগামী বছর বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচন আয়োজন করতে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ আগামী বছর বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচন আয়োজন করতে যাচ্ছে, যেখানে ১২ কোটি ৭০ লাখেরও বেশি ভোটার নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন। এটি শুধু দেশের জন্য নয়, বরং আঞ্চলিক এবং বৈশ্বিক পরিপ্রেক্ষিতেও গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন এই বিশাল চ্যালেঞ্জের জন্য যে প্রস্তুতি নিচ্ছে তা প্রশংসনীয় এবং বাংলাদেশ একটি বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের দিকে অগ্রসর হচ্ছে, যেখানে একাধিক রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে।

রাষ্ট্রদূত বলেন, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচন হিসাবে এর গুরুত্ব অত্যন্ত ব্যাপক। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আবারও বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর কাতারে ফিরে আসবে, যা দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশন এই বিশাল চ্যালেঞ্জ মোকাবিলায় যে প্রস্তুতি নিচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি তাদের প্রতি শুভকামনা জানাই এবং বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানাই— তাদের গণতন্ত্রে ফেরার পথে সফলতা কামনা করি।


ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com