জলবায়ু সহনশীল নগরায়ণে হাকিমপুরের নতুন যাত্রা
হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
|
![]() জলবায়ু সহনশীল নগরায়ণে হাকিমপুরের নতুন যাত্রা বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় পৌরসভা মিলনায়তনে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক মো. সাব্বির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির সহকারী প্রকৌশলী ও আরইউটিডিপি প্রকল্পের কর্মকর্তা মো. সাইফুর রহমান হৃদয়। কর্মশালায় বক্তারা বলেন, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পৌরসভাগুলোকে উত্তর-পশ্চিমাঞ্চলের পৌরসভাগুলোর সঙ্গে সংযুক্ত করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্প্রসারণ, গ্রামীণ ও নগর এলাকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য। তারা আরও জানান, প্রকল্পের আওতায় রাস্তা ও ফুটপাত উন্নয়ন, সড়কবাতি স্থাপন, ড্রেন নির্মাণ, পাবলিক টয়লেট, সুপার মার্কেট ও বাজার উন্নয়ন, বাস ও ট্রাক টার্মিনাল, ওভারপাস, সুপেয় পানির ব্যবস্থা, ডায়াবেটিকস হাসপাতাল, কমিউনিটি সেন্টার, পশুরহাট, ব্রিজ-কালভার্ট ও পৌর ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এ প্রকল্পটি সামাজিক ও পরিবেশগত দিক বিবেচনায় রেখে এবং নারীর অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে পরিচালিত হবে বলে কর্মশালায় জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মেয়র মো. সাখাওয়াত হোসেন শিল্পী, প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ ও জেন্ডার বিশেষজ্ঞ সাজেদা বেগম, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলামসহ অন্যান্য স্থানীয় প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা। ডেল্টা টাইমস/সিরাজ/সিআর/আইইউ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |