জলবায়ু সহনশীল নগরায়ণে হাকিমপুরের নতুন যাত্রা
হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৪:৫৮ পিএম

জলবায়ু সহনশীল নগরায়ণে হাকিমপুরের নতুন যাত্রা

জলবায়ু সহনশীল নগরায়ণে হাকিমপুরের নতুন যাত্রা

দিনাজপুরের হাকিমপুর পৌরসভাকে একটি মডেল ও উন্নত পৌরসভা হিসেবে গড়ে তুলতে বিশ্ব ব্যাংকের সহায়তায় এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি)-এর আওতায় স্থানীয় অংশীজনদের অংশগ্রহণে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় পৌরসভা মিলনায়তনে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক মো. সাব্বির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির সহকারী প্রকৌশলী ও আরইউটিডিপি প্রকল্পের কর্মকর্তা মো. সাইফুর রহমান হৃদয়।

কর্মশালায় বক্তারা বলেন, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পৌরসভাগুলোকে উত্তর-পশ্চিমাঞ্চলের পৌরসভাগুলোর সঙ্গে সংযুক্ত করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্প্রসারণ, গ্রামীণ ও নগর এলাকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

তারা আরও জানান, প্রকল্পের আওতায় রাস্তা ও ফুটপাত উন্নয়ন, সড়কবাতি স্থাপন, ড্রেন নির্মাণ, পাবলিক টয়লেট, সুপার মার্কেট ও বাজার উন্নয়ন, বাস ও ট্রাক টার্মিনাল, ওভারপাস, সুপেয় পানির ব্যবস্থা, ডায়াবেটিকস হাসপাতাল, কমিউনিটি সেন্টার, পশুরহাট, ব্রিজ-কালভার্ট ও পৌর ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এ প্রকল্পটি সামাজিক ও পরিবেশগত দিক বিবেচনায় রেখে এবং নারীর অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে পরিচালিত হবে বলে কর্মশালায় জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মেয়র মো. সাখাওয়াত হোসেন শিল্পী, প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ ও জেন্ডার বিশেষজ্ঞ সাজেদা বেগম, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলামসহ অন্যান্য স্থানীয় প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।



ডেল্টা টাইমস/সিরাজ/সিআর/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com