|
শূন্যপদে নিয়োগ
সুপার স্পেশালাইজড পূর্ণ সচলের দাবিতে আন্দোলনে চিকিৎসকরা
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() সুপার স্পেশালাইজড পূর্ণ সচলের দাবিতে আন্দোলনে চিকিৎসকরা বুধবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বটতলায় ‘সচেতন চিকিৎসক সমাজ’ ব্যানারে আয়োজিত সমাবেশে তারা তিন দফা দাবিতে আন্দোলনের ঘোষণা দেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— সব রেসিডেন্ট ও ট্রেইনির জন্য আধুনিক পৃথক হোস্টেল নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে শূন্যপদে বিজ্ঞাপনের মাধ্যমে শিক্ষক ও মেডিকেল অফিসারসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং সুপার স্পেশালাইজড হাসপাতালকে পূর্ণমাত্রায় সচল করা। সমাবেশে বক্তারা বলেন, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সুপার স্পেশালাইজড হাসপাতালটি এখনো পূর্ণ সক্ষমতায় চালু হয়নি, ফলে জনগণ প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। রেসিডেন্ট চিকিৎসকরা কাজ করছেন সীমিত জায়গায় ও সুযোগ-সুবিধাহীন অবস্থায়, যা মানসম্পন্ন চিকিৎসা প্রশিক্ষণ ও রোগী সেবা দুটোই ব্যাহত করছে। রেসিডেন্ট চিকিৎসক ডা. মাহবুব রহমান বলেন, সুপার স্পেশালাইজড হাসপাতাল আমাদের জন্য একটি স্বপ্নের নাম। বলা হয়েছিল পুরোদমে এ হাসপাতাল চালু হলে রোগীদের বিদেশযাত্রা কমে আসবে। তাহলে কাদের স্বার্থ রক্ষায় হাসপাতালটি এখনো পুরোদমে চালু করা হচ্ছে না? অথচ কোটি কোটি টাকা খরচ করে হাসপাতালটি প্রস্তুত করা হয়েছে, সেখানে শতাধিক বেড প্রস্তুত করা হয়েছে কিন্তু পর্যাপ্ত মেডিকেল অফিসার ও নার্স না থাকায় অনেক ইউনিট খালি পড়ে আছে। শূন্যপদগুলো দ্রুত পূরণ করলে হাসপাতাল পুরোপুরি চালু করা সম্ভব। তিনি বলেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন মেডিকেল অফিসার সংকট। আউটডোরে সকালে এলে দেখা যায় রোগীরা কত ভোগান্তিতে আছেন। এদিকে বিরামহীন পরিশ্রম করে বর্তমান কর্মরত চিকিৎসকরা সেবা দিয়ে যাচ্ছেন। এভাবে কতদিন চলবে? ডা. নাজমুল ইসলাম নামের আরেক চিকিৎসক বলেন, বিএমইউ দেশের একমাত্র সুপার স্পেশালাইজড চিকিৎসা শিক্ষা ও গবেষণার কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারত, যদি শূন্যপদগুলো নিয়মিত নিয়োগের মাধ্যমে পূরণ করা হতো। এখনই উদ্যোগ না নিলে এই প্রতিষ্ঠান কাগুজে হয়ে যাবে। সমাবেশে বক্তারা বলেন, শিক্ষক ও বিশেষজ্ঞের সংকটের কারণে গবেষণা, প্রশিক্ষণ ও আধুনিক চিকিৎসা কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সচেতন চিকিৎসক সমাজের পক্ষ থেকে জানানো হয়, দাবি না মানা হলে তারা আগামী সপ্তাহে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করবেন। ডেল্টা টাইমস/সিআর/এমই |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |