সেবা কার্যক্রম বন্ধের কর্মসূচি থেকে সরে এলো পরিচ্ছন্নতাকর্মীরা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১১:৪৬ এএম

সেবা কার্যক্রম বন্ধের কর্মসূচি থেকে সরে এলো পরিচ্ছন্নতাকর্মীরা

সেবা কার্যক্রম বন্ধের কর্মসূচি থেকে সরে এলো পরিচ্ছন্নতাকর্মীরা

পাঁচ দফা দাবি আদায়ে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতা কর্মীরা। প্রথমে নগরভবনে অবস্থান কর্মসূচি, পরে দাবি আদায় না হলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধসহ কঠোর কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা।

সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার (৫ নভেম্বর) নগরভবন প্রাঙ্গণে তাদের অবস্থান কর্মসূচি থাকলেও বেলা সাড়ে ১১টা পর্যন্ত তারা সেখানে কর্মসূচি পালনে আসেননি।

পরে কথা হয় আন্দোলনের সমন্বয়ক ডিএসসিসির স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি ধীরেশ চন্দ্র দাসের সঙ্গে। তিনি বলেন, গতকাল (মঙ্গলবার) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক যোগদান করেছেন। আমাদের দাবিগুলোর চিঠি আমরা গতকাল ডিএসসিসি প্রশাসনের কাছে দিয়েছি। আশা করছি তারা আমাদের যৌক্তিক দাবিগুলো আমলে নেবেন। সে কারণে আজ পরিচ্ছন্নতাকর্মীদের অবস্থান কর্মসূচি এবং অনির্দিষ্টকালের সেবা কার্যক্রম বন্ধের কর্মসূচি আপাতত পালন করব না। তবে তারা যদি আমাদের দাবি মেনে না নেন, তাহলে আমরা কঠোর কর্মসূচি পালনে বাধ্য হব।

এর আগে নিজেদের দাবির বিষয়ে ধীরেশ চন্দ্র দাস জানিয়েছিলেন, আমরা কাজ করলে সেই দিনের বেতন পাই, কাজ না করলে বেতন নেই। একটি আদেশ ছিল, যার মাধ্যমে আমাদের অনুপস্থিতিতে বা মৃত্যুর পর আমাদের সন্তানরা আমাদের পদে কাজ করতে পারত। সেই আদেশটি বাতিল করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, অথচ উত্তর সিটিতে এখনো এটা মানা হয়। আমরা এটি ফিরিয়ে আনতে চাই। এটা আমাদের মূল দাবি।

তিনি বলেন, সাবেক মেয়র নানা কারণ দেখিয়ে আমাদের ৩৫০ জনের চাকরিচ্যুত করে দিয়েছে, আমরা তাদের চাকরি ফেরত চাই। আমাদের সাড়ে ৫ হাজার পরিচ্ছন্নতা কর্মী রয়েছে, আমরা উৎসব ভাতা হিসেবে মাত্র ৩ হাজার টাকা পাই। অথচ উত্তর সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নতা কর্মীরা উৎসব ভাতা ১০ হাজার টাকা করে পায়। আমরাও উৎসব ভাতা ১০ হাজার টাকা করার দাবি জানাচ্ছি। দাবি আদায়ে আমরা ডিএসসিসি প্রশাসনকে চিঠি দিয়েছি।


ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com