|
রামপুরায় স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় শিশু নিহত
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() রামপুরায় স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় শিশু নিহত সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আরাফ রামপুরার বনশ্রী এলাকার আজাহারুল ইসলামের ছেলে ছিল। সে বনশ্রী এলাকায় স্পেশাল প্রতিবন্ধী স্কুলে লেখাপড়া করতো। নিহতের খালু আবু জাফর বলেন, আরাফ অটিজম শিশু ছিল। আজ সকালে বনশ্রীর বাসা থেকে কাজের বুয়া সোনিয়ার সঙ্গে বনশ্রীর স্পেশাল প্রতিবন্ধী স্কুলে যাচ্ছিল। এ সময় একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয় শিশু আরাফ। পরে খবর পেয়ে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জানান আমাদের আরাফ আর বেঁচে নেই। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রামপুরা থানা পুলিশকে অবহিত করা হয়েছে। ডেল্টা টাইমস/সিআর/এমই |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |