আফগানদের হারিয়ে সেমিফাইনালে এক পা বাংলাদেশের
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১০:২৭ এএম

আফগানদের হারিয়ে সেমিফাইনালে এক পা বাংলাদেশের

আফগানদের হারিয়ে সেমিফাইনালে এক পা বাংলাদেশের

প্রথম দুই ওভারে ৮ বলের মধ্যে রিপন মন্ডল আফগানিস্তানের টপ অর্ডারের তিন ব্যাটারকে মাঠছাড়া করলেন। ১৬ রানে ৩ উইকেট হারিয়ে বড় ধাক্কা খাওয়া আফগানিস্তান তারপর রকিবুল হাসানের স্পিনে আর দাঁড়াতে পারেনি। ৭৮ রানে অলআউট হয়। বাংলাদেশ সেই রান তাড়া করেছে অনায়াসে।

এশিয়া কাপ রাইজিং স্টার্স প্রতিযোগিতায় দুই দেশের ‘এ’ দলের খেলায় ৮ উইকেটে জিতে সেমিফাইনালের দোরগোড়ায় বাংলাদেশ।

আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন দারউইশ রাসুলী। আব্দুল গাফফার সাকলাইনের শিকার হন অধিনায়ক। তারপর দুজন দুই অঙ্কের ঘরে রান করেন।

প্রথম পাঁচ উইকেট আফগানরা হারায় ৩৫ রানে। শেষ পাঁচ ব্যাটারকে ফিরতে হয়েছে ১৬ রানের ব্যবধানে। রিপন ৪ ওভারে ১০ রান দিয়ে তিন উইকেট নেন। রকিবুল ৭ রান দিয়ে পান ৩ উইকেট। তবে শুরুতেই আফগানদের ব্যাটিংয়ে আঘাত করায় ম্যাচসেরা হয়েছেন রিপন। মেহেরব পেয়েছেন দুটি উইকেট।

লক্ষ্যে নেমে আগের ম্যাচের রেকর্ড সেঞ্চুরিয়ান হাবিবুর রহমান সোহান ১৩ বল খেলে ১০ রানে আউট হন। গজনফর তাকে ফিরিয়ে পরের ওভারে আরেক ওপেনার জিশান আলমকে (১০) বিদায় করেন।

২৪ রানে ২ উইকেট হারানোর পর জাওয়াদ আবরার ও মাহিদুল ইসলাম অঙ্কনের ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে জিতে যায় বাংলাদেশ। ২৪ রানে উইকেটে ছিলেন জাওয়াদ, ২৭ রানে অপরাজিত অঙ্কন। ১৩.৩ ওভারে ২ উইকেটে ৭৯ রান করে বাংলাদেশ।

দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে বাংলাদেশ। সেমিফাইনালের লক্ষ্যে আগামীকাল শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে তারা। লঙ্কান ও আফগানরা সমান ম্যাচ খেলে ২টি করে পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। 

প্রথম ম্যাচে হংকং ১৬৭ রানের চ্যালেঞ্জিং স্কোর তুলেছিল। বাংলাদেশ সেই রান অতিক্রম করেছে ৫৪ বল হাতে রেখে। সোহান রেকর্ড সেঞ্চুরি করেন। ৩৫ বলে ১০০ রানের হার না মানা স্মরণীয় ইনিংস খেলেন তিনি।


ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com