|
বিরামপুরে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন যাত্রাবিরতির দাবি
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
|
![]() বিরামপুরে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন যাত্রাবিরতির দাবি মঙ্গলবার (১৮ নভেম্বর) সংবাদ সম্মেলন এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পেশাজীবী ঐক্য ফ্রন্টের আহ্বায়ক ও ঢাকা মোড় ২৪ ডটকমের সম্পাদক রফিকুল ইসলাম, দিনাজপুর দক্ষিনাঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মোফাজ্জল হক, পেশাজীবী ঐক্য ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক মানিক, বিরামপুর কলা বাগান প্রেসক্লাবের সাবেক সভাপতি আকবর হোসেন, কলেজ বাজার প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক এবং বিরামপুর কলেজের সাবেক ভিপি সৈয়দ গোলাম মোরশেদ। লায়ন মোফাজ্জল হক বলেন, “চার উপজেলার জনগণের যাত্রাপথে ভোগান্তি দূর করতে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের বিরামপুর যাত্রাবিরতি অত্যন্ত জরুরি। বিরামপুরে জনগণের দাবিকে সামনে রেখে এই আন্দোলন গুরুত্বপূর্ণ।” ডেল্টা টাইমস/মো. আবু সাঈদ/সিআর/এমই |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |