ডিএমআরসি-তে স্বপ্নের রং, জিপিএ-৫’র গৌরব
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৮:২১ পিএম

ডিএমআরসি-তে স্বপ্নের রং, জিপিএ-৫’র গৌরব

ডিএমআরসি-তে স্বপ্নের রং, জিপিএ-৫’র গৌরব

এইচএসসি-২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ (ডিএমআরসি)। সোমবার (১৭ নভেম্বর) বিকালে যাত্রাবাড়ি থানাধীন কাঠেরপুল এলাকায় কলেজ ভবন চত্তরে ‘এ কে এম ফাউন্ডেশন এবং দৈনিক প্রথম আলোর সহযোগিতায়’ এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ১৫১৩ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের কো-চেয়ারম্যান আফরোজা রহমান লতা ও ডেমরার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে ৯২০ জন এবং সামসুল হক খান স্কুল এন্ড কলেজ থেকে ৪২৮ জন শিক্ষার্থীকে বিশেষভাবে সম্মাননা দেওয়া হয়। এছাড়া এ.কে. স্কুল এন্ড কলেজ, বর্ণমালা আদর্শ স্কুল এন্ড কলেজ, যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজ, ডেমরা কলেজ, রঙমালা আকবর মহিলা কলেজ, মান্নান হাই স্কুল এন্ড কলেজ, ডেমরা আইডিয়াল কলেজ এবং ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের মেধাবী শিক্ষার্থীদেরও ক্রেস্ট ও অভিনন্দনপত্র প্রদান করা হয়।

প্রধান অতিথি মতিউর রহমান বলেন, “ড. মাহবুবুর রহমান মোল্লার শিক্ষার প্রতি আন্তরিক ভালোবাসা ও তাঁর বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার কৃতিত্ব সত্যিই অনুপ্রেরণাদায়ক। উচ্চ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার দিকে এগোতে হবে। শিক্ষায় শিক্ষিত হয়ে মূর্খ হবেন না, দেশ ও জাতির জন্য কাজ করুন।”

ড. মাহবুবুর রহমান মোল্লা তার সভাপতির বক্তব্যে বলেন, “আজকের মিলনমেলায় আমরা মেধাবীদের কৃতিত্ব উদযাপন করেছি এবং শিক্ষার আলোয় শিক্ষার্থীদের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করার একটি অনন্য মুহূর্ত তৈরি করেছি। এই অনুষ্ঠান শিক্ষার্থীদের স্বপ্নকে নতুন প্রেরণা দিয়েছে, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের গর্বকে আরও উজ্জ্বল করেছে।”



ডেল্টা টাইমস্/

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com