|
নীরবে শরীরে বাসা বাঁধে জরায়ুর ক্যানসার: ৩টি লক্ষণ দেখলেই সতর্ক হন
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() নীরবে শরীরে বাসা বাঁধে জরায়ুর ক্যানসার: ৩টি লক্ষণ দেখলেই সতর্ক হন জরায়ুমুখের ক্যানসার অনেক বিপজ্জনক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০২২ সালে বিশ্বজুড়ে প্রায় ৬ লাখ ৬০ হাজার নারী জরায়ুমুখের ক্যানসারে আক্রান্ত হন এবং প্রাণ হারান প্রায় ৩ লাখ ৫০ হাজার নারী। এর প্রায় ৯৪ শতাংশ মৃত্যুই ঘটে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে। জরায়ুমুখের ক্যানসারের ৩টি নীরব লক্ষণ গাইনোকোলজিস্ট ডা. শচী সিং জানাচ্ছেন, জরায়ুমুখের ক্যানসার অনেক সময় ধরা পড়ে দেরিতে। তাই লক্ষণ সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। ১. অস্বাভাবিক রক্তপাত পিরিয়ডের মাঝখানে রক্তপাত, সহবাসের পর রক্ত পড়া অথবা স্বাভাবিকের চেয়ে বেশি পিরিয়ডের চক্র অন্তর্ভুক্ত হওয়া।। এই পরিবর্তনগুলোকে হালকাভাবে নেয়া যাবে না। এগুলো শরীরের ভেতরে ক্যানসারের ইঙ্গিত হতে পারে। ২. দীর্ঘদিনের অস্বাভাবিক স্রাব স্রাব যদি খুব বেশি পানির মতো হয়, দুর্গন্ধযুক্ত হয় বা দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে তা অবহেলা করা বিপজ্জনক হতে পারে। ৩. পেলভিকে ব্যথা পেলভিক অঞ্চলে ব্যথা বা সহবাসের সময় অস্বস্তি অনেক সময় সাধারণ মনে হলেও, দীর্ঘদিন থাকলে এটি গুরুতর রোগের লক্ষণ হতে পারে। কখন চিকিৎসকের কাছে যাবেন বিশেষজ্ঞদের মতে, যদি এই উপসর্গগুলোর কোনোটি দুই সপ্তাহের বেশি সময় ধরে থাকে, বারবার ফিরে আসে বা ধীরে ধীরে বাড়তে থাকে, দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রতিরোধই সবচেয়ে বড় সুরক্ষা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এইচপিভি টিকা ও নিয়মিত স্ক্রিনিং এই দুইটি পদক্ষেপই জরায়ুমুখের ক্যানসারকে অনেকটাই প্রতিরোধযোগ্য ও প্রাথমিক পর্যায়ে নিরাময়যোগ্য করে তোলে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সময়মতো এইচপিভি টেস্ট জীবন বাঁচাতে পারে। ব্যস্ত থাকা মানেই নিজের শরীরের সতর্ক সংকেত উপেক্ষা করা নয়। সামান্য সচেতনতা, সময়মতো পরীক্ষা এবং প্রতিরোধমূলক অভ্যাসই পারে জরায়ুমুখের ক্যানসারের মতো নীরব ঘাতক থেকে নিজেকে সুরক্ষিত রাখতে। সূত্র: হিন্দুস্তান টাইমস ডেল্টা টাইমস্/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |