স্কটল্যান্ডকে উড়িয়ে রেকর্ড গড়ল বাংলাদেশ
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ২:১৩ পিএম

স্কটল্যান্ডকে উড়িয়ে রেকর্ড গড়ল বাংলাদেশ

স্কটল্যান্ডকে উড়িয়ে রেকর্ড গড়ল বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পর এবার মাঠের লড়াইয়েও দাপট অব্যাহত রেখেছে বাংলাদেশ নারী দল। 

শুক্রবার (৩০ জানুয়ারি) নেপালের কীর্তিপুরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্স ম্যাচে স্কটল্যান্ডকে ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। অধিনায়ক জ্যোতির অনবদ্য হাফসেঞ্চুরি এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে এই বড় জয় তুলে নেয় টাইগ্রেসরা।

কীর্তিপুর ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস ৬৭ রান যোগ করে উড়ন্ত সূচনা এনে দেন। দিলারা ৩৯ এবং জুয়াইরিয়া ২২ রান করে বিদায় নেয়ার পর ইনিংসের হাল ধরেন জ্যোতি ও সোবহানা মোস্তারি।  জ্যোতি মাত্র ৩৫ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫৬ রানের অধিনায়কসুলভ ইনিংস খেলেন। অন্যদিকে সোবহানা ২৩ বলে ৪৭ রানের এক ঝোড়ো ক্যামিও উপহার দেন।

আজকের এই ১৯১ রানের সংগ্রহটি টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় ইনিংস। এর আগে ২০২৪ নারী এশিয়া কাপেও মালয়েশিয়ার বিপক্ষে সমান ১৯১ রান করেছিল তারা। বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ২৫৫ রান, যা এসেছিল মালদ্বীপের বিপক্ষে। আজকের এই ৯০ রানের জয়টি রানের ব্যবধানে বাংলাদেশের তৃতীয় বড় জয়।

১৯২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় স্কটল্যান্ড। ইনিংসের প্রথম বলেই ডার্সি কার্টারকে সাজঘরে ফেরান পেসার মারুফা আক্তার। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে স্কটিশ মেয়েরা বড় জয়ের সম্ভাবনা শুরুতেই হারিয়ে ফেলে। দলের পক্ষে আট নম্বরে নামা পিপা স্প্রাউল সর্বোচ্চ ২৭ রান এবং মেগান ম্যাককল ২০ রান করেন।
বাংলাদেশের বোলারদের তোপে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০১ রানেই থামে স্কটল্যান্ডের ইনিংস। বল হাতে মারুফা আক্তার ৩টি এবং স্বর্ণা আক্তার ২টি উইকেট শিকার করেন।


ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]