|
কামিন্স বাদ, অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে দুই পরিবর্তন
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() কামিন্স বাদ, অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে দুই পরিবর্তন কামিন্স বাদ পড়েছেন চোটের কারণে। অ্যাশেজ সিরিজের আগে থেকেই তিনি চোটে ভুগছেন। পিঠের চোট তাকে একটির বেশি ম্যাচ খেলতে দেয়নি। এই চোটের পরও আস্থা রেখে অস্ট্রেলিয়া তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে রেখেছিল। কিন্তু এখনও রিকভারি করতে না পারায় কামিন্সের শেষ পর্যন্ত খেলা হচ্ছে না। শর্ট বাদ পড়েছেন রেনশকে জায়গা করে দিতে। বাঁহাতি রেনশ কিছুদিন আগে শেষ হওয়া বিগ ব্যাশে ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক। ব্রিসবেন হিটের হয়ে ১০ ম্যাচে ১৫৩.৫৫ স্ট্রাইকরেটে করেছেন ৩২৪ রান। প্রয়োজনে বোলিংটাও করেছেন, ডানহাতি অফস্পিনে ১৯.৪০ গড় ও ৬.৮৪ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট। সিডনি সিক্সার্সের হয়ে ডারশুইসের সময়টাও দারুণ কেটেছে। ফাইনাল হারা বাঁহাতি পেসার ১১ ইনিংসে ১৮.৮১ গড় ও ৭.৮৫ ইকোনমিতে নিয়েছেন ১৬ উইকেট। বিগ ব্যাশের চলতি আসরে তার চেয়ে বেশি উইকেট নিয়েছেন মাত্র ৩ জন বোলার। বিগ ব্যাশে চোট পেয়েছিলেন টিম ডেভিড ও নাথান এলিস, অ্যাশেজে জশ হ্যাজেলউড। এই তিনজনই ফিট বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডোডমেইড। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে ঢোকার ভালো সম্ভাবনা তৈরি করেছিলেন স্টিভ স্মিথ। অ্যাশেজফেরা তারকা ব্যাটার সিক্সার্সের হয়ে মাত্র ৬ ম্যাচ খেলেই করেছিলেন ২৯৯ রান, সেটাও আবার ১৬৭.৯৭ স্ট্রাইকরেটে। দলটির ফাইনালে উঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে জায়গা পেলেন না। অস্ট্রেলিয়া স্কোয়াড মিচেল মার্শ (অধিনায়ক), ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাট রেনশ, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, গ্লেন ম্যাক্সওয়েল, কুপার কোনোলি, মার্কাস স্টোইনিস, জশ হ্যাজেলউড, নাথান এলিস, জাভিয়ের বার্টলেট, বেন ডারশুইস, অ্যাডাম জাম্পা ও ম্যাট কুনম্যান। ডেল্টা টাইমস্/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |