দেশের বাইরে ভ্রমণে যাওয়ার নানা প্যাকেজ
আকর্ষণীয় ছাড়ে জমে উঠেছে পর্যটন মেলা
শাহীন হাওলাদার
প্রকাশ: শনিবার, ২৩ মার্চ, ২০১৯, ২:৩৯ পিএম

আকর্ষণীয় ছাড়ে জমে উঠেছে পর্যটন মেলা

আকর্ষণীয় ছাড়ে জমে উঠেছে পর্যটন মেলা

ভ্রমণপ্রিয়দের দেশ-বিদেশ ভ্রমণের বিভিন্ন প্যাকেজ ও আকর্ষণীয় ছাড় নিয়ে জমে উঠেছে আন্তর্জাতিক পর্যটন মেলা। মেলায় অংশ নেওয়া কেউ এয়ার টিকেট, কেউ হোটেল বুকিং, কেউ বিভিন্ন প্যাকেজে ভ্রমণের জন্য নানা ছাড় দিয়ে ভ্রমণপ্রিয়দের আকর্ষণ করছেন। মেলা উপলক্ষে হোটেল আর এয়ার টিকেটে চলছে বিশেষ মূল্য ছাড়ের ছড়াছড়ি। শুক্রবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে তিন দিনব্যাপী আয়োজিত আন্তর্জাতিক পর্যটন মেলা প্রাঙ্গণ ঘুরে এসব চিত্র দেখা যায়।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, এবারের মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক পর্যটন সংস্থা, বিমান সংস্থা, ট্র্যাভেল ও ট্যুর অপারেটর, হোটেল ও রিসোর্ট, পর্যটন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও অনলাইন বুকিং পোর্টাল। বিদেশের বিভিন্ন গন্তব্যের এয়ার টিকেটে বিশেষ মূল্যছাড় নিয়ে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, এয়ার এশিয়া, রিজেন্ট এয়ারওয়েজ, নভোএয়ার।

মেলায় কোন বিমানে কত শতাংশ মূল্য ছাড়
বিমান-বাংলাদেশ এয়ারলাইন্স মেলা উপলক্ষে ঢাকা থেকে কলকাতা, কাঠমান্ডু, ইয়াঙ্গুন, ব্যাংকক, সিঙ্গাপুর এবং কুয়ালালামপুর রুটে রাউন্ড ট্রিপে ১০ থেকে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত বিশেষ মূল্য ছাড় দিয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সে মেলা উপলক্ষে বিমান টিকেটে ঢাকা থেকে-ব্যাংককে ২০ শতাংশ, কুয়ালালামপুরে ১৫ শতাংশ, সিঙ্গাপুরে ১০ শতাংশ, গুয়াংজুতে ১০ শতাংশ, চেন্নাইতে ১৫, কলকাতায় ১০ শতাংশ টিকেট মূল্য ছাড় দিয়েছে। এ ছাড়াও মেলা উপলক্ষে দেশের সব অভ্যন্তরীণ রুটে তাদের বিমান ভাড়ার ওপর ১০ শতাংশ ছাড় রয়েছে। অন্যদিকে থাইল্যান্ড, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা নির্বাচন করে থাকা-খাওয়া ও রিটার্ন বিমান ভাড়াসহ বিভিন্ন প্যাকেজে ২৬ হাজার ৯০০ থেকে শুরু করে ৭২ হাজার টাকা পর্যন্ত নানা সুবিধা দিয়ে বিশেষ মূল্য ছাড় দিয়েছে। আগামী ৩১ মার্চ থেকে ভারতের চেন্নাইতেও এ এয়ারলাইন্সের স্পেশাল যাত্রা শুরু হচ্ছে।

রিজেন্ট এয়ারওয়েজ এবারের আন্তর্জাতিক পর্যটন মেলা ঢাকা ট্র্যাভেল মার্টের ১৬তম আসর উপলক্ষে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের টিকেটে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে।
রিজেন্ট এয়ার ওয়েজের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) সময়ের আলোকে জানান, মেলা উপলক্ষে সব রুটে বিজনেস এবং প্রিমিয়াম ইকোনমি শ্রেণিতে টিকেট মূল্যে ২০ শতাংশ এবং ইকোনমি শ্রেণিতে ১২ শতাংশ ছাড় দিচ্ছে রিজেন্ট এয়ারওয়েজ।

কথা হয়েছিল বিমান-বাংলাদেশ এয়ারলাইন্সের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জাহেদুর রহমানের সঙ্গে। সময়ের আলোকে তিনি বলেন, গতবারের চাইতে এবারের মেলয় ভ্রমণপ্রিয়দের আগ্রহ বেশি দেখা যাচ্ছে। তিনি বলেন, আগেরবার আমরা মেলা উপলক্ষে প্রায় ১ কোটি ৪০ লাখ টাকার টিকেট বিক্রি করেছি। এবারের মেলাতে আশা করছি টিকেট বিক্রি ২ কোটি ছাড়িয়ে যাবে। বিমান সংস্থা ছাড়াও মেলায় অংশ নেওয়া বিভিন্ন ট্যুরিজম কোম্পানি দম্পতি, গ্রæপ ট্যুর ও সিঙ্গেল ভ্রমণেও বিশেষ সুবিধা দিয়ে ভ্রমণপিপাসুদের আকৃষ্ট করছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মেলা চলবে আজ শনিবার পর্যন্ত। পর্যটন মেলায় বাংলাদেশ, নেপাল, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার জাতীয় পর্যটন সংস্থাগুলো অংশ নিচ্ছে। স্বাগতিক বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৪১টি প্রতিষ্ঠান পাঁচটি প্যাভিলিয়ন ও ৭০টি স্টলে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। প্রবেশ মূল্য রাখা হয়েছে জনপ্রতি ৩০ টাকা। আজ মেলার শেষদিনে সন্ধ্যা সাড়ে ৭টায় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। র‌্যাফেল ড্র বিজয়ীদের জন্য রয়েছে দেশ-বিদেশের বিভিন্ন গন্তব্যের এয়ার টিকেট, ট্যুর প্যাকেজ, তারকা হোটেলে রাতযাপন, লাঞ্চ ও ডিনার কুপন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com