হাজার একর জমিতে হচ্ছে জাপান অর্থনৈতিক অঞ্চল
নিজস্ব প্রতিবেদক
|
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক হাজার একর জমিতে গড়ে তোলা হবে জাপান অর্থনৈতিক অঞ্চল। ইতোমধ্যেই সেখানে ৫০০ একর জমি অধিগ্রহণ চ‚ড়ান্ত করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। অবশিষ্ট ৫০০ একর জমি অধিগ্রহণও চ‚ড়ান্ত পর্যায়ে রয়েছে। রোববার বেজা কার্যালয়ে ‘জাপান ইকোনমিক জোন’-এর জন্য অধিগ্রহণ করা ৫০০ একর জমির কাগজপত্র বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর কাছে হস্তান্তর করবে নারায়ণগঞ্জের জেলা প্রশাসন কর্তৃপক্ষ। হারুনুর রশিদ জানান, প্রাথমিকভাবে ৫০ বছরের জন্য জাপানের সুমিতমোকে এই জমি দেওয়া হবে। পরবর্তীতে তাদের চাহিদা অনুযায়ী চুক্তির মেয়াদ বাড়বে। প্রকল্পে বেজার ২৪ শতাংশ অংশীদারিত্ব থাকবে। বাকি ৭৬ শতাংশের অংশীদার হবে বিনিয়োগকারী আইএফসি ও সুমিতমো। জাপানের সুপরিচিত প্রতিষ্ঠান সুমিতমো ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও মিয়ানমারে এ ধরনের প্রকল্পের সফল বাস্তবায়ন করেছে। বাংলাদেশেও রয়েছে জাপানের ২৫০টির বেশি কোম্পানির কার্যক্রম। নতুন করে সুমিতমো অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় যুক্ত হলে দেশে জাপানি বিনিয়োগে বড় ধরনের অগ্রগতি হবে বলে মনে করছে বেজা। হারুনুর রশিদ বলেন, ‘বিনিয়োগের ধরন কেমন হবে তা ঠিক করবে জাপান কর্তৃপক্ষ। তবে জাপানি বিনিয়োগকারীরা যে এই অর্থনৈতিক অঞ্চলে অগ্রাধিকার পাবেন এটা নিশ্চিত।’ জাপানের সঙ্গে অর্থনৈতিক অঞ্চল নির্মাণ চুক্তি বাংলাদেশের বিনিয়োগে একটি বড় খবর উল্লেখ করে তিনি বলেন, ‘কোনো দেশে জাপানি বিনিয়োগের অর্থই হচ্ছে সেই দেশে উপযুক্ত বিনিয়োগের পরিবেশ রয়েছে সেটার ইঙ্গিত দেওয়া। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |