ট্রেড ইউনিয়নের আবেদন বাতিল করায় শ্রম অধিদফতর ঘেরাও
নিজস্ব প্রতিবেদক
|
ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনের আবেদন বাতিল করায় ঢাকা বিভাগীয় শ্রম অধিদফতর ঘেরাও করেছে রাজধানীর মালিবাগ চৌধুরী পাড়ার অ্যাংগোরা সোয়েটারের শ্রমিকরা। রোববার প্রায় দুই শতাধিক শ্রমিক এই ঘেরাও কর্মসূচিতে অংশ নেয়। কারখানার মালিকের সঙ্গে আঁতাত করে শ্রম অধিদফতরের কর্মকর্তারা ট্রেড ইউনিয়ন করার আবেদন প্রত্যাখ্যান করে বলে দাবি করে শ্রমিকরা। তবে অধিদফতর কর্মকর্তারা জানান, ক্রটিপূর্ণ আবেদনের কারণে আবেদন প্রত্যাখ্যান করা হয়। সঠিকভাবে আবেদন আসলে তা পুনর্বিবেচনায় নেওয়া হবে। রোববার রাজধানীর মতিঝিলে (দৈনিক বাংলার মোড়) ঢাকা বিভাগীয় শ্রম অধিদফতর ঘেরাও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (এনজিডবিøউ) ও অ্যাংগোরা সোয়েটারের প্রায় দুই শতাধিক ক্ষতিগ্রস্ত শ্রমিক এই কর্মসূচিতে অংশ নেয়। ‘ফ্লাই ফাস্ট-ফ্লাই সেফ’ সেøাগান নিয়ে যাত্রা শুরু করা ইউএস-বাংলা এয়ারলাইন্স, বিমান বহরকে সমৃদ্ধি করার লক্ষ্যে আরও তিনটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট খুব শিগগির পর্যায়ক্রমে যুক্ত হবে। নতুন যুক্ত হওয়া এয়ারক্রাফটি ঘণ্টায় ৫১০ কিলোমিটার গতিতে ফ্লাই করতে পারে। এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট এ পর্যন্ত সারাবিশে^ এক হাজারের অধিক এয়ারক্রাফট বিশে^র নামকরা বিমান সংস্থাগুলো ব্যবহার করছে। উল্লেখযোগ্য এয়ারলাইন্সগুলোর মধ্যে রয়েছেÑ উইংস এয়ার, ফিন এয়ার, এয়ার নিউজিল্যান্ড, ব্যাংকক এয়ারওয়েজ, জেট এয়ারওয়েজ, ইরান এয়ার, মালিন্দ এয়ার, গারুদা ইন্দোনেশিয়া, সুইফট এয়ার ইত্যাদি। প্যাসেঞ্জার এয়ারলাইন্স ছাড়াও সামরিক বাহিনীর এয়ারক্রাফট হিসেবেও এটিআর সমান জনপ্রিয়। সংবাদ বিজ্ঞপ্তি। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |