জোড়া খুনের ঘটনায় সড়ক অবরোধ-মানববন্ধন,স্মারকলিপি প্রদান
সুজন হোসেন রিফাত মাদারীপুর প্রতিনিধি।
|
জোড়া খুনের ঘটনায় সড়ক অবরোধ-মানববন্ধন,স্মারকলিপি প্রদান এদিকে নৃশংস দুই খুনের ঘটনার পর পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে না পারায় জনমনে নানা ধরনের প্রশ্ন উঠেছে। পুলিশের ভূমিকা নিয়ে নানা ধরণের কানঘুষা চলছে। আসামী ধরতে না পারায় এলাকাবাসী বিক্ষুদ্ধ হয়ে উঠেছে। খুনিদের ফাঁসির দাবিতে এলাকার নারী, পুরুষ ও শিশুরা প্রতিনিয়ত রাজৈরে বিক্ষোভ মিছিল করে যাচ্ছে। যদিও আসামীদের গ্রেফতারে জোর তৎপরতা অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়েল সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোপ সমাবেশে বক্তব্য রাখেন রাজৈর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শান্তি রঞ্জন দাস, হরিদাসদী-মহেন্দ্রীর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, নিহত জুলফিকার খালাসীর মেয়ে মরিয়ম আক্তার, নিহত বাবুল মুন্সীর ছেলে প্রমুখ। পরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আজহারুল ইসলামের কাছে বিচারের দাবিতে স্মারকলিপি দেয়া হয়। এ ব্যাপারে রাজৈর থানার ওসি খোন্দকার শওকত জাহান জানান, দুইজন খুনের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীদের ধরার ব্যাপারে জোর তৎপরতা অব্যাহত রয়েছে। কাউকে ছাড় দেয়ার সুযোগ নেই। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |