জোড়া খুনের ঘটনায় সড়ক অবরোধ-মানববন্ধন,স্মারকলিপি প্রদান
সুজন হোসেন রিফাত মাদারীপুর প্রতিনিধি।
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২০, ৬:৩৬ পিএম

জোড়া খুনের ঘটনায় সড়ক অবরোধ-মানববন্ধন,স্মারকলিপি প্রদান

জোড়া খুনের ঘটনায় সড়ক অবরোধ-মানববন্ধন,স্মারকলিপি প্রদান

মাদারীপুরের রাজৈর উপজেলার উত্তর হোসেনপুর গ্রামে আধিপত্য বিস্তারের জের ধরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে দুইজন নিহত হওয়ার ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। হত্যাকারীদের বিচারের দাবীতে বুধবার  মাদারীপুর-শরীয়তপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে নিহতের পরিবার ও এলাকাবাসী। পরে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে স্মারকলিপি প্রদান করা হয়।

জানা গেছে, রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের দেলোয়ার মুন্সীর সঙ্গে একই এলাকার জামাল খালাসীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে গত শুক্রবার (১০ জানুয়ারী) ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে দেলোয়ার মুন্সীর লোকজন বাবুল খালাসী, জামাল খালাসী, জুলফিকার খালাসী ও তাদের লোকজনের উপর অতর্কিত হামলা করে এবং কুপিয়ে মারাত্মক জখম করে। এই সংঘর্ষের ঘটনায় মারাত্মক আহত বাবুল মুন্সী (৪৫) ও জুলফিকার খালাসী (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মামলায় হোসেনপুর ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান মোফাজ্জেল হোসেন চুন্নু, দেলোয়ার মেম্বার, আয়নাল শেখ, মোমরেচ খালাসীসহ ৮৫ জনের নাম উল্লেখসহ  অজ্ঞাত আরো ২০ থেকে ২৫ জনকে আসামী করে গত সোমবার রাতে রাজৈর থানায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন সংঘর্ষে নিহত জুলফিকার খালাসীর ছোট ভাই সহিদ খালাসী।

এদিকে নৃশংস দুই খুনের ঘটনার পর পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে না পারায় জনমনে নানা ধরনের প্রশ্ন উঠেছে। পুলিশের ভূমিকা নিয়ে নানা ধরণের কানঘুষা চলছে। আসামী ধরতে না পারায় এলাকাবাসী বিক্ষুদ্ধ হয়ে উঠেছে। খুনিদের ফাঁসির দাবিতে এলাকার নারী, পুরুষ ও শিশুরা প্রতিনিয়ত রাজৈরে বিক্ষোভ মিছিল করে যাচ্ছে। যদিও আসামীদের গ্রেফতারে জোর তৎপরতা অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়েল সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোপ সমাবেশে বক্তব্য রাখেন রাজৈর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শান্তি রঞ্জন দাস, হরিদাসদী-মহেন্দ্রীর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, নিহত জুলফিকার খালাসীর মেয়ে মরিয়ম আক্তার, নিহত বাবুল মুন্সীর ছেলে প্রমুখ। পরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আজহারুল ইসলামের কাছে বিচারের দাবিতে স্মারকলিপি দেয়া হয়।

এ ব্যাপারে রাজৈর থানার ওসি খোন্দকার শওকত জাহান জানান, দুইজন খুনের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীদের ধরার ব্যাপারে জোর তৎপরতা অব্যাহত রয়েছে। কাউকে ছাড় দেয়ার সুযোগ নেই।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com