রাজৈরে বাল্য বিয়ে ভেঙ্গে দিল প্রশাসন
সুজন হোসেন রিফাত, মাদারীপুর প্রতিনিধি
|
![]() রাজৈরে বাল্য বিয়ে ভেঙ্গে দিল প্রশাসন জানা যায়, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লা পুর ইউনিয়নের উচ্চা বাজার এলাকার অচিন্ত্য রায় তার মেয়ে এস এসসি পরীক্ষার্থী চস্পা রায় (১৫) কে মাদারীপুরের শিবচর উপজেলা উমেদপুর এলাকার সুশান্ত রায়ের গোপনে তার নানা বাড়ি পাশর্^বর্তী রাজৈর উপজেলার দামের চর গ্রামে বসে বিয়ে দিচ্ছিলেন। এ সময় রাজৈর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার গোপন খবেরের ভিত্তিতে পুলিশ নিয়ে ওই বিয়ে বাড়ি হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কনে দৌড়ে ঘরের মধ্যে পালিয়ে থাকে। খবর পেয়ে বর বেচারা আর বিয়ে বাড়িতে পৌছাতে সাহস পায়নি। মাঝ পথ থেকে বর সুশান্ত রায় সহযাত্রী নিয়ে মানে মানে কেটে পড়লেন। পরে অনেক খোঁজা খুজির পর কনে চম্পা রায়কে পাওয়া গেল। চম্পা রায় জানান, আমি এবার এস এসসি পরীক্ষা দেব। এ সময় আমি বিয়ে করতে চাইনি। বাবা মা অনেক জোর করে বিয়ে দিচ্ছিল। আমি পড়াশুনা করতে চাই। রাজৈর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, গোপন খবরে জানতে পারি এস এসসি পড়–য়া এক ছাত্রীকে জোর করে তার বাবা-মা বিয়ে দিচ্ছে। পরে পুলিশ নিয়ে রাতে বিয়ে বাড়ি গিয়ে এ বাল্য বিয়ে ভেঙ্গে দেই। এবং বাল্য বিয়ের দায়ে কনের বাবা-মাকে আটক করি। পরে মুচলেকা দেয়ায় তাদেও ছেড়ে দেয়া হয়। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |