পাওনা টাকা চাওয়ায় হামলায় একই পরিবারের ৩ জন আহত
কেশবপুর (যশোর প্রতিনিধি
|
![]() পাওনা টাকা চাওয়ায় হামলায় একই পরিবারের ৩ জন আহত বিল্লাল শেখ সম্প্রতি একই গ্রামের মৃত আমের আলী শেখের পূত্র খলিল শেখের জমি চাঁষ করে। কিন্তু খলিল শেখ চাষের টাকা না দিয়ে বিল্লাল শেখকে ঘুরাতে থাকে। ২২ জাুয়ারি দুপুরে পাওনা টাকা চাইলে খলিল শেখ ও তার ২পূত্র আছাদ শেখ এবং জিহাদ শেখ ও একই গ্রামের মৃত জোনাব আলী শেখের পূত্র আতিয়া শেখ ধারালো দাঁ, ছুরি লোহার রড দিয়ে বিল্লাল শেখের উপর হামলা চালিয়ে আহত করে। বিল্লাল (২৬)কে বাঁচাতে যেয়ে তার পিতা আবুল হোসেন শেখ (৫০) ও মাতা খালেদা বেগম (৪৫) আহত হয়। মারাত্নক আহতাবস্থায় তাদেরকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় বিল্লাল বাদী হয়ে ২৩ জানুয়ারি কেশবপুর থানায় এটি মামলা করেছে যার নং ২০/২০। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |