গোপালগঞ্জে মাধ্যমিক শিক্ষকদের বিষয় ভিত্তিক প্রশিক্ষণ
গোপালগঞ্জ প্রতিনিধি:
|
গোপালগঞ্জে মাধ্যমিক শিক্ষকদের জন্য জেলা শিক্ষা অফিসের আয়োজনে সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন, পরিশোধন ও উত্তর পত্র মূল্যায়ন বিষয়ক ৬ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। শুক্রবার (৬ মার্চ )গোপালগঞ্জ স্বর্নকলি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় দিবসে প্রশিক্ষণ পরিদর্শন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা অঞ্চল পরিচালক প্রফেসর মোঃ মনোয়ার হোসেন। ![]() গোপালগঞ্জে মাধ্যমিক শিক্ষকদের বিষয় ভিত্তিক প্রশিক্ষণ এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) খায়রুল আনাম মোঃ আফতাবুর রহমান হেলালী, জেলা ট্রেনিং কো-অর্ডিনেটর পিযুষ কুমার রায়, গবেষণা কর্মকর্তা মাহাবুব রহমান, সহকারি পরিদর্শক অরুন কুমার সোম, নরেশ চন্দ্র বিশ্বাস, প্রশিক্ষক মোঃ শাহ আলম, মোঃ শফিকুল আলম প্রমুখ। প্রশিক্ষনে জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় ২০০ জন প্রশিক্ষনার্থী অংশ নিয়েছেন। বাংলা, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও ব্যবসায় শিক্ষার উপর বিষয় ভিত্তিক এ প্রশিক্ষণ চলছে। আগামী ১০ মার্চ মঙ্গলবার প্রশিক্ষণের সমাপ্তি হবে। ৫ মার্চ বৃহস্পতিবার প্রশিক্ষণের উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা শিক্ষা অফিসার। ডেল্টা টাইমস্/দুলাল বিশ্বাস/এম আর |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |