|
শার্শায় মাদকসহ আটক ২
বেনাপোল (যশোর) প্রতিনিধি:
|
|
যশোরের শার্শায় পৃথক অভিযানে ৪৫০ বোতল ফেনসডিল ও ১৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ি আটক হয়েছে। শুক্রবার ভোর ৫ টার সময় উপজেলার কামারবাড়ী মোড় ও শুড়া পালপাড়া গ্রাম থেকে মাদক সহ তাদের আটক করা হয়। ![]() শার্শায় মাদকসহ আটক ২ শার্শা থানার এস আই রবিউল ইসলাম পলাশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কামারবাড়ি মোড়ে ঢাকা মেট্রোÑ ট-১৬-৬৯২৫ নং এর একটি কাভার্ড ভ্যান থামালে একজন দৌড়ে পালিয়ে যায়। এ সময় রুহুল নামে একজনকে আটক করে তার স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে কাভার্ড ভ্যানের কন্টিনারের মধ্যে থেকে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
অপরদিকে শার্শার গোড়পাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ মাসুদ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একজন চোরাচালানি ভারত থেকে গাজার একটি চালান এনে শুড়া পালপাড়া গ্রামে অপেক্ষা করছে। তাৎক্ষনিক সেখানে অভিযান চালিয়ে ১৫ কেজি গাজা সহ হাফিজুরকে আটক করা হয়। শার্শা থানার ওসি মুঃ আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা হয়েছে। তাদের আদলতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। ডেল্টা টাইমস্/মোঃ আনিছুর রহমান/এম আর/এস এ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |