রায়গঞ্জে পরকিয়ার ঘটনায় এলাকা তোলপাড়
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
|
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলারর আঙ্গারু গ্রামে কলেজছাত্রের সঙ্গে একই গ্রামের এক সন্তানের জননীর পরকিয়ার অভিযোগ উঠেছে। ![]() রায়গঞ্জে পরকিয়ার ঘটনায় এলাকা তোলপাড় গত সোমবার রাত অনুমানিক ১০ টায় রুবেল হোসেন অনৈতিক কাজে ওই গৃহবধুর ঘরে প্রবেশ করলে এলাকাবাসী তাদের আটক করে। পরে স্থানীয় মাতবর জাহাঙ্গীর আলমের হাতে তুলে দেয়। জাহাঙ্গীর মাতবর সালিশের কথা বলে রুবেল এবং ওই গৃহবুধুকে নিয়ে যান। রাতেই জাহাঙ্গীরের সহায়তাই রুবেল সেখান থেকে পালিয়ে যায়। এলাকাবাসীর দাবি জাহাঙ্গীর মাতব্বর রুবেল হোসেনের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে রুবেলকে ভাগিয়ে দেয়। এ ব্যাপারে ওই গৃহবুধু জানান, রুবেল ভয়ভীতি প্রদর্শন করে প্রায় ১ বছর ধরে আমাকে ধর্ষণ করেছে। এখন আমাকে আমার স্বামীর পরিবার মেনে নেবে না। আমি এখন রুবেলের সাথে সংসার করতে চাই। এ ব্যাপারে এলাকার জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাওয়া হলে তিনি কোন মন্তব্য করেননি। ডেল্টা টাইমস্/সাইদুল ইসলাম আবির/এম আর/এস এ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |