নবজাতকের নাম রাখালো ‘করোনা’
ডেল্টা টাইমস্ ডেস্ক
|
নবজাতকের নাম রাখালো ‘করোনা’ মা-বাবা এবং পরিবারের সবার সঙ্গে আলোচনা করে নাম ঠিক করা হয়েছে জানান নিতেশ। কোভিড-১৯ রোগে আতঙ্কিত হওয়ার বদলে ভালো দিক খুঁজে পাচ্ছেন তিনি, ‘ভাইরাসটি যে বিপজ্জনক, তা নিয়ে কোনো সন্দেহ নেই। বিশ্বে অনেক মানুষকে মেরে ফেলেছে এটা। কিন্তু আমাদের মধ্যে অনেক ভালো অভ্যাস তৈরি করেছে এই ভাইরাস।’ এই ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সরকারি বিধিনিষেধ মেনে চলতে সবাইকে অনুরোধ করলেন নিতেশ। আর নিজের ভাতিজির নাম নিয়ে তার গৌরবও কম নয়, ‘ভাইরাসটির বিরুদ্ধে লড়াইয়ে এই শিশু মানুষের ঐক্যের প্রতীক হয়ে দাঁড়াবে।’ প্রথমে বিস্মিত হলেও নবজাতকের ‘করোনা’ নামটির প্রশংসা করেছেন হাসপাতালের কর্মীরা। ডেল্টা টাইমস্/এস আই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |