নিয়ামতপুরে খড়ের দাম বৃদ্ধি দুশ্চিন্তায় খামারিরা
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২০, ১০:৫৩ এএম আপডেট: ২৯.০৮.২০২০ ১০:৫৮ এএম

নওগাঁর নিয়ামতপুরে গো-খাদ্য হিসেবে ব্যবহৃত খড়ের দাম দিন দিন বেড়েই চলেছে।  দাম বৃদ্ধি অব্যাহত থাকায় দুুুশ্চিন্তায় পড়েছেন খামারি ও সাধারণ মানুষ।  উপজেলায় প্রতি কাহন (১৬ পন) ৬ থেকে ৭ হাজার টাকা দিয়ে বিক্রি হচ্ছে খড়।  যে খড়ের দাম গত বছর ছিল প্রতি কাহন সর্বোচ্চ দুই থেকে আড়াই  হাজার টাকা।

জানা গেছে, উপজেলায় গত কয়েক বছর ধরে গরুর খামারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।  উপজেলার শ্রীমন্তপুর, রামকুড়া, রসুলপুর, ভাবিচা, শালবাড়ি, দারাজপুুুর, বাহাদুরপুরসহ  বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে অসংখ্য ছোট-বড় গরুর খামার।  বিশেষ করে বেকার যুবকদের একটা অংশ খামার প্রকল্পের দিকে ঝুঁকছেন।  এসব খামারে গরু মোটাতাজাকরণ করে থাকে খামারিরা।
নিয়ামতপুরে খড়ের দাম বৃদ্ধি দুশ্চিন্তায় খামারিরা

নিয়ামতপুরে খড়ের দাম বৃদ্ধি দুশ্চিন্তায় খামারিরা


এছাড়া উপজেলায় ধান চাষ আগের তুলনায় কিছুটা কমেছে।  তাছাড়া বোরো ধান কাটা মাড়ার সময় বৈরী আবহাওয়া হওয়ায় খড়ের সংকট দেখা দিয়েছে।  মূলত খড় ক্রেতার সংখ্যা বেড়েছে, সে তুলনায় বাড়েনি খড়ের পরিমাণ।  আর এতে দাম বাড়ছে হু-হু করে।নিয়ামতপুর উপজেলার রামকুড়া গ্রামের খামারি আজিজুর রহমান জানান, একটি গরুর সারা বছরের শুকনা খাবারের জন্য খড়ের বিকল্প নেই।  তিনবেলা নিয়ম করে গো-খাদ্য খাওয়ানোর পাশাপাশি খড় দিতে হয়।  ঘাসের তুলনায় খামারে খড়ের প্রয়োজনীয়তাই বেশি।  খড়ের দাম বৃদ্ধি পাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন খামারিরা।

দারাজপুর গ্রামের কৃষক রানা বাবু জানান, আমি বাড়িতে তিনটি গরু পালন করতাম, এখন দুইটি গরু আছে।খড়ের দাম গত বছরের তুলনায় এবার প্রায় তিনগুণ বেড়েছে।  খড়ের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ ক্রেতারা দুশ্চিন্তায় পড়েছেন। 



ডেল্টা টাইমস্/মোঃ ইমরান ইসলাম/সিআর/জেড এইচ



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com