অভিনব কায়দায় নাইজেরীয় চক্রের প্রতারণা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২০, ১০:৩৩ এএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুত্ব করে উপহার দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছে দেশে থাকা অবৈধ নাইজেরিয়ান একটি চক্র। নতুন নতুন কায়দায় দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে এই চক্রটি। ফেসবুক ব্যবহারকারী সহজ-সরল সাধারণ মানুষ বিশেষ করে তরুণীরা এই প্রতারণার শিকার বেশি হচ্ছেন।

তথ্য বলছে, গত তিন বছরে তিন শতাধিক বিদেশি অপরাধীকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাংলাদেশে ফেসবুকে উপহার পাঠানোর নামে প্রতারণা, হেরোইন, কোকেন এটিএম বুথে জালিয়াতি, বিভিন্ন দেশের জাল মুদ্রার কারবার, অবৈধ ভিওআইপি ব্যবসা, স্বর্ণ  চোরাচালান, অনলাইনে ক্যাসিনো এবং মানবপাচারে জড়িত থাকার তথ্য পাওয়ার গেছে।
ছবি:   সংগৃহীত

ছবি: সংগৃহীত


আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র বলছে, বাংলাদেশে সক্রিয় এসব অপরাধীর নেটওয়ার্ক প্রতিবেশী দেশসহ অন্তত আটটি দেশে বিস্তৃত। বিদেশিদের ওপর সমন্বিত কোনো নজরদারি নেই দেশে। নেই সঠিক পরিসংখ্যানও। অপরাধ করে গ্রেফতারের পর জামিনে ছাড়া পেয়ে আত্মগোপনে থেকে ফের অপরাধে জড়াচ্ছে তারা। আর তাদের এসব কাজে সহযোগিতা করছে স্থানীয় কিছু অপরাধী চক্র।

সিআইডির এই কর্মকর্তা জানান, ফরহাদ হোসেন তালুকদার নামে এক ভুক্তভোগী প্রতারণার শিকার হয়েছে বিভিন্ন অ্যাকাউন্টে এ পর্যন্ত ৫ লাখ ২৫ হাজার টাকা দিয়েছে। পরবর্তীতে সংবাদমাধ্যমে জানতে পেরে আর টাকা না পাঠিয়ে তিনি সিআইডিকে জানান। এই চক্রটি পুনরায় টাকা চেয়ে ফোন করলে পুলিশ, সিআইডির দিক নির্দেশনায় কাস্টমস কর্মকর্তা পরিচয় দেওয়া মোবাইল, ল্যাপটপসহ বিপুল পরিমাণ আলামতসহ গ্রেফতার করা হয়।

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে নাইজেরিয়ান/আফ্রিকান প্রতারক চক্র ফাঁদ পেতে বসে আছে। নিজেদের উন্নত দেশের নাগরিক পরিচয় দিয়ে তারা মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করেও প্রতারণা করছেন। নারীদের ব্যক্তিগত ছবি নিয়ে ব্ল্যাক মেইলও করছেন তারা।’
উল্লেখ্য, গত (২৮ আগস্ট) শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চক্রটির ১৫ জন নাইজেরিয়ান নাগরিককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত নয়টি ল্যাপটপ, ২২টি মোবাইল ও পাঁচটি হিসাবের ডায়েরি উদ্ধার করা হয়েছে।


ডেল্টা টাইমস্/এম আর/সিআর/জেড এইচ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com