মধুপুরে আদিবাসীদের ফসল কর্তনের প্রতিবাদে মানববন্ধন
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
|
টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার পচিশ মাইল নামক স্থানে বনবিভাগ কর্তৃক আদিবাসীদের লক্ষাধিক টাকার আবাদি ফসল কেটে উজাড় ও নিজ ভূমি থেকে উচ্ছেদ ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও সভা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ![]() মধুপুরে আদিবাসীদের ফসল কর্তনের প্রতিবাদে মানববন্ধন মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মধুপুর সম্মিলিত আদিবাসী ছাত্র জনতার আয়োজনে ২৫ মাইল বাজার নামক স্থানে মানববন্ধন ও সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে। এতে জয়েনশাহী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেকের সভাপতিত্বে লিয়াং রিছিলের সঞ্চালনায় মানববন্ধন হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন প্রবীন চিসিম,এডওয়ার্ড মাংসাং সহ আরও অনেকেই। আদিবাসী নেতারা অবিলম্বে বন বিভাগের সহকারী কমিশনারকে প্রত্যাহার এবং ক্ষতিগ্রস্থ বাসন্তী রেমাকে যথাযথ ক্ষতিপূরণসহ যারা এই কাজে যুক্ত তাদের সকলকে শাস্তির দাবি জানান। অন্যথায় বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) সহ সমমনা বিভিন্ন সংগঠন ও স্থানীয় আদিবাসী জনতাকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন। ডেল্টা টাইমস্/সাইফুল ইসলাম/সিআর/জেডএইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |