কথা রাখলেন কুড়িগ্রামের পুলিশ সুপার
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
|
কথা রাখলেন কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম। নাগেশ্বরীর আবদুর রশিদকে মঙ্গলবার(১৫ সেপ্টেম্বর) দুপুরে পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী হুইল চেয়ার প্রদান করেন পুলিশ সুপার। ![]() কথা রাখলেন কুড়িগ্রামের পুলিশ সুপার জানা গেছে, গত দুই মাস আগে পুলিশের আইজিপির উপহার হিসেবে নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে প্রতিবন্ধী শিশু উৎসকে হুইল চেয়ার প্রদান করা হয়। এসময় গত ৩০ বছর ধরে আবদুর রশিদ তার অসহায় জীবনের কথা জানান পুলিশ সুপারকে। তার এমন অসহায়ত্বের কথা শুনে তাকে হুইল চেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন পুলিশ সুপার। পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম জানান, আবদুর রশিদকে হুইল চেয়ার উপহার দেওয়া হয়েছে।জেলার এমন অসংখ্য মানুষকে বিভিন্ন ধরনের সহযোগীতা করা হয়েছে। ডেল্টা টাইমস্/সিআর/জেডএইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |