জাপানের নতুন প্রধানমন্ত্রী ইশিহিডি সোগা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক মন্ত্রিপরিষর সচিব ইশিহিডি সোগা। শারীরিক অসুস্থতার কারণে তার পূর্বসূরি শিনজো অ্যাবের পদত্যাগের পর প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন সোগা। বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি এ খবর প্রকাশ করেছে । ![]() ইশিহিডি সোগা। ছবি-সংগৃহিত নিম্নকক্ষের স্পিকার টাডামোরি ওশিমা বলেন, ভোটের ফল অনুসারে, ইশিহিডি সোগাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে আমাদের হাউস। ৭১ বছর বয়সী সোগা পার্লামেন্টের সদস্যদের বৈধভাবে পড়া ৪৬২টি ভোটের মধ্যে ৩১৪টি পেয়েছেন। উল্লেখ্য, প্রার্থিতা ঘোষণার সময়েই দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী অ্যাবের শুরু করা বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। যার মধ্যে অ্যাবের ‘অর্থনৈতিক কৌশল’ অ্যাবেনোমিক্স অন্যতম। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |