|
নরসিংদীতে ডিবির হাতে পিস্তলসহ একাধিক মামলার আসামী আটক
নরসিংদী প্রতিনিধি:
|
|
নরসিংদীতে একটি পিস্তলসহ মজলিশ ওরফে সুমন (৩৫) নামে একাধিক মামলার আসামী আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে সদর থানার দক্ষিণ শীলমান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়। ![]() নরসিংদীতে ডিবির হাতে পিস্তলসহ একাধিক মামলার আসামী আটক জেলা গোয়েন্দা শাখার পরিদশর্ক রপন কুমার সরকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপপরিদশর্ক মোস্তাক আহম্মেদ, নূরে আলম হোসাইন, জাকারিয়া আলম ও সহকারী উপপরিদশর্ক আবুল কালাম আজাদ ও তাদের সঙ্গীয় ফোর্স বিকালে নরসিংদী মডেল থানার দক্ষিণ শীলমান্দি এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় সেখানকার একটি মসজিদের সামনের ফাঁকা রাস্তা থেকে মজলিশ ওরফে সুমনকে আটক এবং তার দখল থেকে একটি ৮ ইঞ্চি দৈর্ঘ্যের পিস্তল উদ্ধার করা হয়। সে বিভিন্ন জেলায় সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত। তার বিরদ্ধে কক্সবাজার ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ডেল্টা টাইমস্/সাইফুল ইসলাম রুদ্র/এম আর/জেড এইচ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |