ধামইরহাটে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে আটক ১
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
|
নওগাঁর ধামইরহাটে স্বামীর সামনে প্রতিবন্ধী গৃহবধুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। চোখের সামনে এমন দৃশ্য দেখে স্বামীর চিৎকারে স্থানীয়রা ধর্ষককে উত্তম-মধ্যম দিয়ে হাসপাতালে প্রেরণ করে। ধর্ষিতার স্বামী বাদী হয়ে ধামইরহাট থানায় মামলা করলে থানা পুলিশ ধর্ষককে আটক করে। শনিবার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার চকিলাম গ্রামে এই ঘটনা ঘটে। ![]() ধামইরহাটে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে আটক ১ ধামইরহাট থানার এজাহারের বরাত দিয়ে ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, প্রায় ১০ বছর পূর্বে প্রতিবন্ধী যুবতীকে (২৫) বিয়ে করে সুখে শান্তিতে ঘর সংসার করছেন চকিলাম গ্রামের আ. সালামের ছেলে আব্দুস সোবহান। গত ১৯ ডিসেম্বর রাতে স্ত্রীকে নিয়ে ঘুমাতে গেলে রাত ১০ টার দিকে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে দুলাল হোসেন (৪০) কৌশলে প্রতিবন্ধী গৃহবধূকে খড়ের গাদায় নিয়ে ধর্ষণ করে। দীর্ঘ সময় স্ত্রীকে ঘরে না পেয়ে বাড়ির বাইরে এসে তার স্বামী দুলাল হোসেনকে দেখতে পান। পরে স্থানীয়রা ধর্ষককে আটক করে উত্তম-মধ্যম প্রদান করে স্থানীয় গ্রাম পুলিশ দ্বারা ধামইরহাট হাসপাতালে প্রেরণ করেন। পরে ২০ ডিসেম্বর রাতে ধর্ষিতার স্বামী আ. সোবাহান বাদী হয়ে ধামইরহাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে থানা পুলিশ ধর্ষক দুলাল হোসেনকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার করেন এবং ২১ ডিসেম্বর দুপুরে নওগাঁ কোর্টে প্রেরণ করেন। ডেল্টা টাইমস্/শামীম রেজা/সিআর/জেড এইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |