রাজধানীতে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ আটক ৩
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
রাজধানীর বনানী এলাকা থেকে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তিসহ চোরাচালানি চক্রের ৩ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। বুধবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর বনানী থানা এলাকার জলখাবার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে প্রাথমিকভাবে আসামিদের নাম-পরিচয় জানা যায়নি। ![]() প্রতীকী ছবি র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-১) অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাতে রাজধানীর বনানীর জলখাবার রেস্টুরেন্টে একটি চোরাচালানি চক্র অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১০ একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে কষ্টিপাথরের প্রত্নতাত্ত্বিক মূর্তিসহ ৩ জনকে আটক করা হয়। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |