নান্দাইলে অগ্নিকাণ্ডে প্রায় ষাট লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০, ৮:০৭ পিএম

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় চন্ডীপাশা মোর মার্কেটে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সাতটি দোকান। এতে দোকানী ও মালিক সহ ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৬০ লক্ষ টাকা।  উপজেলার পৌর এলাকার চন্ডীপাশা মোর বাজারের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল হাসেম এর নিজস্ব মার্কেটে আগুন লেগে মোট আটটি দোকানের মধ্য থেকে সাতটি দোকান ভাড়াটিয়াদের মালামাল সহ পুড়ে ছাই হয়ে গেছে। একটি দোকান এলাকাবাসী ও ফায়ার সার্ভিস এর সহযোগিতায় অবশিষ্ট থাকে।

নান্দাইলে অগ্নিকাণ্ডে প্রায় ষাট লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

নান্দাইলে অগ্নিকাণ্ডে প্রায় ষাট লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে মার্কেটের মালিক আবুল হাসেম জানান, মার্কেটের সাতটি ঘর পুড়ে যাওয়ায় তার ব্যক্তিগত প্রায় ৩২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। এ ছাড়া ভাড়াটিয়াদের মধ্য চন্দর মিয়া ও মামুন মিয়ার দুটি মনোহারি দোকানের যথাক্রমে প্রায় ৪লাখ ও ৬ লাখ টাকা, আজিজুল ইসলাম ও মাইনুল ইসলামের দুটি ডেকোরেটরের দোকানের যথাক্রমে প্রায় ৪লাখ ও ৫ লাখ টাকা, ইসলাম উদ্দিন এর ঔষধের দোকান ও তাজুল ইসলামের দুটি ধানের গোডাউনের যথাক্রমে প্রায় ৩ লাখ ও ৬ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় আজিজুল ইসলাম নোমান জানান, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২.২০ মিনিটে মামুন ইসলামের মনোহারি দোকানের বিদ্যুতের সার্কিট হতে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। দোকানের ভিতরে গ্যাস সিলেন্ডার থাকার মূহুর্তের মধ্যেই আগুন সাথে ঘেষা আরো ছয়টি দোকানে ছড়িয়ে যায়। খরব পেয়ে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস এর দুটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় সাতটি দোকানের মালামাল সহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।

নান্দাইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আ. মালেক বলেন, বিদ্যুৎ এর শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে । 

ঘটনাস্থল পরিদর্শন করেছেন পৌর মেয়র রফিক উদ্দীন ভূইয়া ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

 
ডেল্টা টাইমস/এইচএম সাইফুল্লাহ/এম আর/জেড এইচ  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com