প্রথম পক্ষের স্বামীর হাতে দ্বিতীয় স্বামী ছুরিকাঘাতে নিহত
পাঁচবিবি (জয়পুহাট) প্রতিনিধিঃ
|
পাঁচবিবিতে এক গৃহবধুর প্রথম পক্ষের স্বামী ছুরিকাঘাতে দ্বিতীয় স্বামীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পাঁচবিবি থানা পুলিশ এ ঘটনায় ঘাতক স্বামী ইসমাইল কে আটক করেছে। ![]() প্রথম পক্ষের স্বামীর হাতে দ্বিতীয় স্বামী ছুরিকাঘাতে নিহত এলাকাবাসী ও থানা সুত্রে জানা গেছে, পাঁচবিবি উপজেলার পুর্ব কড়িয়া গ্রামের ছুম্মা বেগমের সাথে উপজেলার ভানাইকুশলি গ্রামের আফাজ উদ্দিনের পুত্র ইসমাইলের বিয়ে হয়,দীর্ঘ এক যুগ আগে তাদের মধ্যে ছাড়াছাড়ি (তালাক) হয়। পরে রংপুর জেলার গঙ্গাচরা উপজেলার চাওয়ানা শেরপুর গ্রামের মৃত আব্দুস সামাদের পুত্র আশরাফুলের সংগে দ্বিতীয় বিবাহে আবদ্ধ হন ছুম্মা বেগম। এরই জের ধরে ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যার কিছু আগে উপজেলার পাইকড়তলী গ্রামে ছুম্মা বেগমের বর্তমান দ্বিতীয় স্বামী আশরাফুলে এলাকায় এসে প্রথম পক্ষের স্বামী ঘাতক ইসমাইল আশরাফুল কে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা ছুরিকাঘাতে মুমুর্ষ আশরাফুলকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে পাঁচবিবি থানা পুলিশ ঘাতক স্বামী ইসমাইলকে গ্রেপ্তার করেছে, রাতেই লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পাঁচবিবি থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান আটক ইসমাইলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ডেল্টা টাইমস্/প্রদীপ অধিকারী/এম আর/জেড এইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |