অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানে ইউরোপ
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
অভিবাসন ও রাজনৈতিক আশ্রয় সংক্রান্ত নতুন চুক্তি ঘোষণা করেছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। বুধবার (২৩ সেপ্টেম্বর) দীর্ঘ আলোচনার পরে ইউরোপিয়ান কমিশন এই চুক্তি ঘোষণা করে। এই বিষয়ে ব্রাসেলসের একটি সূত্র জানায়, ‘বাংলাদেশ থেকে যারা অবৈধ পথে আসে তারা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে এবং একটি আইনি ব্যবস্থার অধীনে অবস্থান করে। কিন্তু নতুন নীতি অনুযায়ী প্রথমে অবৈধ অনুপ্রবেশকারীকে যাচাই করা হবে তার নিরাপত্তার প্রয়োজন আছে কিনা। অর্থাৎ ওই ব্যক্তি রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করতে পারবেন কিনা।’ ![]() অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানে ইউরোপ বর্তমান প্রেক্ষাপটে শরণার্থী ছাড়া অর্থাৎ সিরিয়া, আফগানিস্তান বা সংঘাতময় এলাকা থেকে পালিয়ে আসা লোক ছাড়া অন্য কারও নিরাপত্তার প্রয়োজন আছে বলে ইউরোপিয়ান দেশগুলো মনে করে না। নতুন নীতিতে এই বিষয়টিকে আরও জোরদার করা হবে বলে তিনি জানান। একজন কর্মকর্তার সূত্রে জানা যায়, ‘২৪টি দেশের সঙ্গে এই ধরনের চুক্তি সই করেছে ইইউ এবং এরমধ্যে বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের সঙ্গে কার্যকরভাবে এটি কাজ করছে।’ তিনি বলেন, ‘অবৈধভাবে অবস্থানকারীদের ফেরত পাঠানোর পাশাপাশি ইউরোপে কিভাবে বৈধপথে আরও বাংলাদেশি আসতে পারে সেই আলোচনা অব্যাহত আছে। বাংলাদেশ ও ইইউ এর মধ্যে আনুষ্ঠানিক পর্যায়ের বৈঠকে বিষয়টি আলোচনা হয়েছে এবং আলোচনায় বিষয়গুলো উঠে এসেছে। এর জন্য বাংলাদেশকে কৌশলগতভাবে বিষয়টি চিন্তা করতে হবে।’ উল্লেখ্য, এই চুক্তির অধীনে কয়েকটি ধাপে আবেদনকারীর রাজনৈতিক আশ্রয় বিবেচনা করা হবে এবং প্রথম ধাপ অতিক্রম করতে না পারলে আইনি ব্যবস্থা গ্রহণের কোনও সুযোগ থাকবে না। ফলে ইউরোপে প্রবেশ আরও কষ্টসাধ্য হয়ে যাবে। ডেল্টা টাইমস্/এম আর/সিআর/জেড এইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |