সামাজিক মাধ্যমে প্রভাস-বৈভবীর ছবি ভাইরাল
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
ইতালিতে ‘রাধে শ্যাম’ সিনেমার শুটিংয়ের ফাঁকে ইতালির রাস্তায় বেশ কিছু ছবি তুলেছেন ভারতের জনপ্রিয় অভিনেতা প্রভাস এবং চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্ট। আর সেসব ছবি চলচ্চিত্র প্রযোজক বি. এ. রাজু তার টুইটারে পোস্ট করেছেন, অন্তর্জালে যা এখন রীতিমতো ভাইরাল। ![]() প্রভাস-বৈভবীর এসব ছবি অন্তর্জালে ভাইরাল একটি ছবিতে দেখা যায়—ইতালির কোনো লিংক রোডে দাঁড়িয়ে সেলফি তুলছেন হাস্যোজ্জ্বল প্রভাস-বৈভবী। আরেকটি ছবিতে দেখা যায়, প্রভাসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন বৈভবী। ১৯ শতকের প্রেমের গল্প নিয়ে ‘রাধে শ্যাম’ সিনেমার গল্প। গত মার্চে ভারতে লকডাউন শুরুর আগে জর্জিয়ায় এর শুটিং করেন সিনেমাটির টিম। এরপর করোনা মহামারির কারণে এতদিন শুটিং বন্ধ ছিল। গত ১ অক্টোবর ইতালির উদ্দেশ্যে ভারত ছাড়েন প্রভাস। সেখানেই সিনেমাটির বাকি অংশের শুটিং শেষ করবেন নির্মাতারা। সিনেমাটিতে প্রভাসের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। উল্লেখ্য, ‘রাধে শ্যাম’ ছাড়াও নাগ অশ্বিনের একটি সায়েন্স ফিকশন সিনেমায় দেখা যাবে প্রভাসকে। এতে এই অভিনেতার বিপরীতে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। এছাড়া ওম রাউতের ‘আদিপুরুষ’ সিনেমায় দেখা যাবে এই অভিনেতাকে। ডেল্টা টাইমস্/এম আর/সিআর/জেড এইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |